অনলাইন

চাঁদপুরে আজও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

চাঁদপুর প্রতিনিধি

২০২১-০৫-১৩

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের  আজও ১৫ গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। হাজীগঞ্জের সাদ্রা মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা আরীফ চৌধুরী। এ সময় আরীফ চৌধুরীর অনুসারী মুসল্লীরা ঈদের জামাতে অংশ নেন। পরে ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 
হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ পাঁচ উপজেলার প্রায় ১৫ টি ঈদ উদযাপিত হচ্ছে। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বিশ্বর প্রথম চঁন্দ্র দর্শণের নির্ভর যোগ্য সংবাদের ভিত্তিতে বুধবার চাঁদপুরের ৪০ গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছিল পবিত্র ঈদুল ফিতর। ১৯২৮ সাল থেকে বিশ্ব মুফতী আল্লামা ইসহাক রহ.কর্তৃক প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার সার্দ্রা ঐতিহাসিক দরবার শরীফের ধর্মপ্রাণ মুসলমানগণ সর্বপ্রথম নবচঁন্দ্র দর্শনের নিভরযোগ্য সংবাদের ভিত্তিতে প্রতিবছরই ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ ধর্মীয় সকল উৎসবাদি পালন করে থাকে। তবে এবার তাদের পারিবারিক দ্বন্দ্বের কারনে বুধবার ও বৃহস্পতিবার ২ দিন আগাম ঈদ উদযাপিত হয়।
 
মাওলানা আরীফ চৌধুরী  বলেন, গতকাল সোমালিয়া, নাইজার ও পাকিস্থানে চাঁদ দেখেছে। ওই সংবাদ নির্ভরযোগ্য ভিত্তি ছিল না, তাই বুধবার ঈদুল ফিতর উদযাপন করা হয়নি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status