অনলাইন
কেমন আবহাওয়া থাকবে ঈদের দিনটায়?
অনলাইন ডেস্ক
২০২১-০৫-১৩
আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ঈদের দিন ঢাকাসহ সারাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঈদের আনন্দ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি অন্যান্য জায়গায়ও বৃষ্টির প্রবণতা আছে। ছোট ছোট মেঘ থেকে এসব এলাকায় বৃষ্টি হচ্ছে। শুক্রবার তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে থাকতে পারে। তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি অন্যান্য জায়গায়ও বৃষ্টির প্রবণতা আছে। ছোট ছোট মেঘ থেকে এসব এলাকায় বৃষ্টি হচ্ছে। শুক্রবার তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে থাকতে পারে। তাপপ্রবাহের সম্ভাবনা নেই।