অনলাইন
জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী আটক
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২০২১-০৫-১৫
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রামের সাতকানিয়া -লোহাগাড়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে সাতকানিয়ার নিজ বাড়ি থেকে চট্টগ্রামের প্রভাবশালী এই জামায়াত নেতাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকাতার একাধিক মামলা আছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাকে কোন মামলায় আটক দেখানো হয়েছে তা পরে জানানো হবে বলে জানান তিনি।
শুক্রবার মধ্যরাতে সাতকানিয়ার নিজ বাড়ি থেকে চট্টগ্রামের প্রভাবশালী এই জামায়াত নেতাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকাতার একাধিক মামলা আছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাকে কোন মামলায় আটক দেখানো হয়েছে তা পরে জানানো হবে বলে জানান তিনি।