কলকাতা কথকতা
কলকাতা কথকতা
দেহপোজিবিনীদের পাশে দাঁড়ালেন ঋতুপর্ণা
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৬-০৮
তিনি আপাতত আছেন সিঙ্গাপুরে পতিগৃহে। কিন্তু, মন পড়ে আছে তার কলকাতায়। কোভিডের এই দুঃসহ কালে, দ্বিতীয় লকডাউনে কলকাতা কেমন আছে তা জানতে উদগ্রীব ঋতুপর্ণা সেনগুপ্ত। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একদা কলকাতা ও ঢাকা কাঁপিয়ে দেয়া এই নায়িকা। তার ঘনিষ্ঠ সহযোগী অভিরূপ সেনগুপ্তর ডান্স একাডেমি ও দুস্থদের এনজিও মারফত তিনি পাশে দাঁড়ালেন কালীঘাটের দেহপোজিবিনীদের। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি কালীঘাটের ফ্লেশ ট্রেডারদের হাতে তুলে দিলেন ওষুধ ও খাদ্য সামগ্রী। অনন্যা মন্ডল, এইরকমই এক রূপপোজিবিনী বললেন, দিদি না থাকলে সন্তানদের নিয়ে ভেসে যেতাম। দিদির এই সাহায্য আশীর্বাদ হয়ে এলো। ঋতুপর্ণা টেলিফোনে জানালেন, আমি বিভিন্ন সময়ে আমার রোলের জন্য কালীঘাটের রেড লাইট এরিয়ার অধিবাসীদের সাহায্য নিয়েছি। ওদের বিপদের দিনে পাশে দাঁড়াবো না? তাছাড়া কিই বা করেছি। এতো কিছুই নয়। কালীঘাটের দেহপসারিণীরা কিন্তু ঋতুপর্ণাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। বলছেন, উনি তো আমাদের মা দুর্গা।