অনলাইন
আওয়ামী লীগকে মেডিকেল সামগ্রী দিচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি
কূটনৈতিক রিপোর্টার
২০২১-০৬-১০
করোনা মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী লীগকে ‘দান’ হিসাবে কিছু মেডিকেল সামগ্রী দিচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি। আগামী ১৩ জুন এই সামগ্রী ঢাকায় এসে পৌঁছাবে। বৃহস্পতিবার ফিলিস্তিনকে বাংলাদেশের মেডিকেল সামগ্রী প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ তথ্য জানান। বলেন, চীন থেকে ছয় লাখ টিকা আনার জন্য আমরা দু’টি সি-১৩০ প্লেন পাঠাচ্ছি। চাইনিজ কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে অনেক দান-খয়রাত করছে। বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্ট। টিকা ওঠানোর পর প্লেনে যত জায়গা থাকবে, তাতে আওয়ামী লীগকে প্রদেয় দান-সামগ্রীর নিয়ে আসা হবে। উল্লেখ্য, চীন সরকারের উপহার হিসেবে বাংলাদেশ এর আগে পাঁচ লাখ টিকা পেয়েছে। তবে ক্ষমতাসীন দলকে চীনের ক্ষমতাসীন দলের তরফে মেডিকেল সামগ্রী প্রদানের ঘটনা সম্ভবত এবারই প্রথম।