× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /আমি প্রতারিত, আমার পরিবারকে প্রতারণা করেছে নুসরাত, ক্ষুব্ধ নিখিল জৈন এর বিবৃতি

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ বছর আগে) জুন ১১, ২০২১, শুক্রবার, ১০:০৭ পূর্বাহ্ন

নুসরাত জাহানের বিতর্কিত স্বামী নিখিল জৈন অবশেষে মুখ খুললেন। নুসরাত জাহান বিবৃতিতে নিখিল ও তার পরিবার সম্পর্কে একরাশ অভিযোগ আনার পর পাল্টা বিবৃতি দিয়েছেন নিখিল জৈন। এই বস্ত্র ব্যাবসায়ী তার বিবৃতিতে নুসরাতের আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, নুসরাত আমার ও আমার পরিবারের সঙ্গে প্রতারণা করেছে। আমাকে নুসরাত শুধু ঠকায়নি, আমার দুর্বলতার সুযোগ পুরোপুরি নিয়েছে। নিখিল বিবৃতিতে অভিযোগ করেন যে তুরস্কের বিয়ের অনুষ্ঠানের পর যখনই তিনি কলকাতায় ফিরে বিয়েটা রেজিস্ট্রি করার কথা বলতেন, নুসরাত তা এড়িয়ে যেত। মূলত নুসরাতের জন্যই তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়নি বলে নিখিল অভিযোগ এনেছেন। ১৯১৯ সালের ১৯ জুন তুরস্কে তাদের বিয়ের পর ২০২০ সালের ৫ নভেম্বর থেকে তারা আলাদা থাকছেন। নুসরাত তাদের নিউ আলিপুরের ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার সময় তার সব অলংকার, জিনিসপত্র নিয়ে গেছে বলে নিখিল দাবি করেন।
তিনি এও বলেন যে, বেশ কিছু সামগ্রী তার বাড়ি থেকে নুসরাতের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। নুসরাত যখন তার সঙ্গে সম্পর্কিত হন তখন তিনি প্রবল ঋণভারে জড়িয়ে ছিল। বাজারে নুসরাতের প্রচুর দেনা ছিল। সেই সময় পারিবারিক একাউন্ট থেকে টাকা নিয়ে নিখিল সেই দেনা পরিশোধ করেছেন বলে রঙ্গোলি শাড়ি কোম্পানির মালিক দাবি করেন। তিনি বলেন, নুসরাতের সঙ্গে শর্ত ছিল যে, সে ইনস্টলমেন্টে এই টাকা শোধ করে দেবে। যে টাকা নুসরাতের একাউন্ট থেকে আমার একাউন্টে এসেছে তা ওই ইনস্টলমেন্টের টাকা। নুসরাত এবং তিনি স্বামী স্ত্রীর জীবনযাপন করতেন বলে দাবি করে নিখিল বলেছেন, বিয়েটা যদি নুসরাত না মানত তাহলে নিজেকে মিসেস নিখিল জৈন বলে সব জায়গায় পরিচয় দিতো কেন? এদিকে অন্তঃসত্ত্বা ও সম্পর্কের টানাপোড়েনে ব্যতিব্যস্ত নুসরাত তার সংসদ ক্ষেত্র বসিরহাটে যেতে পারছেন না বলে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হিংগোলগঞ্জের ইয়াস বিধ্বস্ত মানুষদের ত্রাণ বিতরণ করলেন। তৃণমূল অবশ্য বিজেপির আনা অভিযোগের জবাব দিয়েছে। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, এটা নুসরাতের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। অমিত মালব্যর মত বিজেপি নেতারা যদি এটিকে রাজনৈতিক ইস্যু করতে চান তাহলে ফল ভালো হবেনা। তৃণমূল কি নুসরাত জাহান ইস্যু থেকে নিজেদের দূরে রাখতে চাইছে?
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর