কলকাতা কথকতা
কলকাতা কথকতা
তৃণমূলে ফিরলেন মুকুল রায়, উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন অভিষেক (অডিও)
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৬-১১
শুক্রবার দুপুরে তিন বছর নয় মাস পরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরলেন বিজেপির সহ-সভাপতি মুকুল রায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সপুত্র মুকুল রায়কে এদিন উত্তরীয় পরিয়ে বরণ করে নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখযোগ্য, এই অভিষেককে সংগঠনের কাজে গুরুত্ব দেয়াতেই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল। মমতা অবশ্য এদিন সাংবাদিক বৈঠকে বলেন, কোনও সুস্থ মানুষ বিজেপি করতে পারেনা। মুকুলকে ধমকে- চমকে, এজেন্সির জুজু দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মমতা জানান, মুকুল রায়কে গুরুত্বপূর্ণ পদই দেয়া হবে। মুকুল রায় বলেন, এ তার ঘরে ফিরে আসা। ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল সারা ভারতেই জায়গা করে নেবে। বিস্তারিত শুনুন অডিওতে