× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ফার্স্ট লেডিস অব ফ্যাশন!

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) জুন ১২, ২০২১, শনিবার, ৩:৪২ অপরাহ্ন

লন্ডনের কর্নওয়ালে ইডেন প্রজেক্টে জি-৭ শীর্ষ সম্মেলনে নতুন একটি মাত্রা যোগ করেন রাষ্ট্রপ্রধানদের স্ত্রী বা ফার্স্টলেডিরা। সঙ্গে যোগ দেন রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্সেস ক্যামিলা, ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। রাষ্ট্রনেতারা যখন রাষ্ট্রনীতি, রাজনীতি নিয়ে ব্যস্ত তখন সবার চোখ পড়েছিল এসব নারীর প্রতি। তাদের ফ্যাশন সচেতনতা সবাইকে মুগ্ধ করেছে। এ জন্য ওই অনুষ্ঠানে উপস্থিত নারীদের ‘ফার্স্ট লেডিস অব ফ্যাশন’ হিসেবে আখ্যায়িত করেছে অনলাইন ডেইলি মেইল। এদিন আলেকজান্ডার ম্যাককুইনের কোট-ড্রেস পরে উপস্থিত হন কেট মিডলটন। তার নজরকাড়া এই পোশাকের দাম ৩ হাজার পাউন্ড। অন্যদিকে বৃটিশ ফার্স্টলেডি ক্যারি জনসন উপস্থিত হন দ্য ভ্যাম্পায়ার’স ওয়াইফ ড্রেস পরে।
৮০৫ পাউন্ডের এই পোশাকটি তিনি ভাড়া করেছিলেন অনলাইন এইচইউআরআর থেকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি জিল বাইডেন ছিলেন ফুল অঙ্কিত গাউনে। তার এই গাউনে ফুল সহজে দেখা যায় না। খুব কাছ থেকে লক্ষ্য করলে তা চোখে ধরা পড়ে। গত ২৯ শে মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ক্যারি সায়মন্ডস। এরপরই ক্যারি সায়মন্ডস হয়ে যান ক্যারি জনসন। অন্যদের মতো তিনিও স্টাইল পাওয়ার দেখিয়ে দিয়েছেন। তিনি ৮০৫ পাউন্ডের যে ফুলেল গাউন পরেছিলেন তা এখন একটি ট্রেন্ডিং ব্রান্ড। প্রিন্সেস কেট মিডলটন ও প্রিন্সেস বেট্রিসের প্রিয় পোশাকের তালিকায় আছে এটি। ক্যারি জনসনের গাউনটি ছিল বেশ ঢিলেঢালা। সঙ্গে তিনি গ্লামারাস মেকআপ ব্যবহার করেন। সব মিলে তার গ্লামার রূপটি ফুটে ওঠে। এদিন আরো গ্লামার ছড়িয়েছেন প্রিন্সেস ক্যামিলা। তার পরনে ছিল মাঝারি দৈর্ঘ্যরে নেভি ব্লু ঝিল্লি জাতীয় পোশাক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর