বিনোদন

বিয়ে-মা হওয়ার গুঞ্জন, যা বললেন পপির বাবা

স্টাফ রিপোটার

২০২১-০৬-১৩

দীর্ঘদিন ধরেই কোনোপ্রকার খোঁজ নেই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির। একরকম লাপাত্তা রয়েছেন তিনি। সিনেমার ঘনিষ্ঠজন কিংবা অত্মীয়-স্বজন যারা আছেন তাদের কারও সঙ্গেই যোগাযোগ নেই তার। নায়িকার এই আড়ালে থাকার কারণে মিডিয়া পাড়ায় রটছে একে একে নানা গুঞ্জন। শুরুতে শোনা গিয়েছিল, এক ব্যবসায়ীকে লুকিয়ে বিয়ে করার কারণে গা ঢাকা দিয়েছেন তিনি। বর্তমানে রাজধানীতেই গোপন সংসার পেতেছেন পপি! এখন শোনা যাচ্ছে, তিনি নাকি সন্তানের মাও হয়েছেন। পপির ব্যক্তিগত নম্বরটি অনেক দিন ধরেই বন্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিষ্ক্রিয় তিনি। এর আগে এত দীর্ঘ সময় আত্মগোপনে কখনো যাননি পপি। এদিকে প্রায় ছয় মাস ধরে এ নায়িকাকে খুঁজছেন তার প্রযোজকেরা।  চলচ্চিত্রের লোকজনতো দূরের কথা, পপির পরিবারের লোকেরাও জানেন না তার খবর। পপির খবর নিতে তার বাবা আমির হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে খুলনা থেকে তিনি বলেন, পপি ঢাকাতেই আছে। পপির বিয়ে ও মা হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বলেন, আমি নিজেও ধোঁয়াশার মধ্যে আছি। তবে তেমনই শুনেছি। এর বেশি আমার জানা নেই। তার সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা, পপির জীবনে যাই ঘটুক না কেন, তিনি শিগগিরই ফিরবেন। করবেন সব জল্পনার অবসান। সবশেষ ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় ২০২০-এর জুনে কাজ করেন পপি। ছবিটির প্রায় ২০ শতাংশ কাজ এখনো বাকি। পপির জন্যই সেই কাজ আটকে আছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status