× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

গোল দিয়ে লুকাকু বললেন ‘ক্রিস তোমাকে ভালোবাসি’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১, সোমবার

৩-০ গোলের জয় দিয়ে ইউরো যাত্রা শুরু করেছে বেলজিয়াম। ম্যাচের মাত্র ১০ মিনিটে শুভ সূচনা করেন ইন্টার মিলান স্ট্রাইকার রোমেলু লুকাকু। দৌড়ে চলে যান সাইডলাইনে। কাছাকাছি থাকা টেলিভিশন ক্যামেরা দুহাত দিয়ে টেনে নিয়ে চিৎকার করে বলতে থাকেন, ‘ক্রিস,  আমি তোমাকে ভালোবাসি।’
১২ই জুন ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোর ম্যাচ চলাকালে হঠাৎই মাঠে পড়ে যান এরিকসেন। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
রাশিয়ার বিপক্ষে জয়ে লুকাকু করেন জোড়া গোল। অপর গোলটি করেন টমাস মুনিয়ের। প্রিয় ক্লাব সতীর্থ এরিকসেনের অসুস্থতার খবরটি মোটেও সহজ ছিল না লুকাকুর জন্য। ম্যাচ শেষে বেলজিয়ান স্ট্রাইকার বলেন, ‘এটা ঠিক যে আমি ম্যাচটা উপভোগ করেছি।
কিন্তু আমার জন্য ম্যাচটি খেলা অনেক কঠিন ছিল। কারণ আমি এরিকসেনের ব্যাপারে চিন্তিত ছিলাম।’
লুকাকু বলেন, ‘আমি অনেক কেঁদেছি। নিঃসন্দেহে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার পরিবারের থেকেও তার সঙ্গে বেশি সময় কাটিয়েছি আমি। তার ও তার পরিবারের জন্য শুভ কামনা রইল। আশা করছি সে ঠিক আছে। আমি আমার আজকের (গতম্যাচ) পারফরম্যান্স তাকে উৎসর্গ করলাম।’
রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে  লুকাকুর গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান টমাস মুনিয়ের। ইউরো চ্যাম্পিয়নশিপের ৬৩ বছরের ইতিহাসে ম্যাচের প্রথমার্ধে বদলি হিসেবে মাঠে নেমে গোল পাওয়া প্রথম ফুটবলার বরুশয়িা ডর্টমুন্ডের ইে ডিফেন্ডার। শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করেন লুকাকু।
বেলজিয়ামের জার্সিতে ৯৪ ম্যাচে ৬২ গোল পেলেন ইন্টার মিলান স্ট্রাইকার। আন্তর্জাতিক ফুটবলে শেষ ১৫ ম্যাচে ২০ গোল তার । ইউরো চ্যাম্পিয়নশিপেও রেড ডেভিলদের হয়ে সর্বাধিক ৪ গোল লুকাকুর। দু’টি করে গোল নিয়ে তার পেছনে রয়েছেন রাদিয়া নায়ানগোলান ও ইয়ান কুলেমানস। চলতি আসরে নিজেদের পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার স্বাগতিক ডেনমার্কের বিপক্ষে খেলবে বেলজিয়াম।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর