× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

এরিকসেনকে নিয়ে হৃদয়স্পর্শী বার্তা রোনালদো কেইনদের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১, সোমবার

ক্রিস্টিয়ান এরিকসেনের ঘটনা ছুঁয়ে গেছে সবার মনেই। হৃদয়স্পর্শী মন্তব্যে তার পাশে দাঁড়িয়েছেন রোনালদো-কেইনরাও। শনিবার ইউরো চ্যাম্পিয়নশিপে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ চলাকালে হঠাৎ করেই এরিকসেন মাঠে পড়ে গিয়ে জ্ঞান হারান। পরের একটা ঘণ্টা প্রবল শঙ্কা ও উৎকণ্ঠার মধ্যে কাটে গোটা ফুটবল বিশ্বের।
এরিকসেনের জন্য শুভকামনা জানিয়ে টুইট করেছে তার সাবেক দুই ক্লাব নেদারল্যান্ডসের ক্লআয়াক্স আমস্টারডাম, ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার । এ ছাড়া বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন আর এরিকসেনের বর্তমান ক্লাব ইন্টার মিলানও তার দ্রুত সুস্থ্যতা কামনায় প্রার্থনা করেছে। এতে রয়েছেন জুভেন্টাসের ফরোয়ার্ড ও পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এবং টটেনহ্যামে এরিকসেনের সাবেক সতীর্থ ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও।
পর্তুগাল ও ডেনমার্কের পুরোনো একটি ম্যাচে এরিকসেনের সঙ্গে বল দখলের লড়াইয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো। সেই ছবির ক্যাপশনে এরিকসেনের জন্য শুভকামনা জানিয়ে রোনালদো লিখেছেন, ‘ক্রিস্টিয়ান এরিকসেন আর তার পরিবারের জন্য আমাদের ভালোবাসা রইল। তাদের জন্য প্রার্থনা করছি।’ এই ছবি আর ক্যাপশন রোনালদো ইনস্টাগ্রামে দিয়েছেন এরিকসেন অসুস্থ হওয়ার পরপরই।
এ কারণেই ক্যাপশনে তিনি তখন লিখেছেন, ‘পুরো ফুটবল বিশ্বই ভালো খবরের প্রত্যাশায় আছে।’
এরিকসনের সঙ্গে কখনোই এক দলে খেলেননি রোনালদো। তবে প্রতিপক্ষ হিসেবে বেশ কয়েকবারই মুখোমুখি হয়েছেন। সেটা আন্তর্জাতিক আর ক্লাব ফুটবল দুই জায়গাতেই। পর্তুগাল-ডেনমার্কের এবারের ইউরোতেও দেখা হয়ে যেতে পারে শেষ ষোলোতেই। রোনালদো লিখেছেন, ‘সুস্থ হয়ে তোমার দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছি আমি। ক্রিস, শক্ত থাকো!’
হ্যারি কেইন টুইট করেছেন, ‘ক্রিস, তুমি আর তোমার পরিবারের জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকলো। শক্ত থাকো বন্ধু।’ ইংল্যান্ডের আরেক খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডের উইংগার জেসে লিনগার্ড টুইটে লিখেছেন, ‘এরিকসেন আর তার পরিবারের জন্য প্রার্থনা। আশা করছি সবকিছু ঠিক আছে।’ একই রকম টুইট করেছে ইংল্যান্ড জাতীয় দল আর দলটির খেলোয়াড় মার্কাস রাশফোর্ডও।
এরিকসেনকে শুভকামনা জানিয়ে টুইট করেছে স্পেনের ক্লাব বার্সেলোনা। তারা লিখেছে, ‘এরিকসেন শক্ত থাকো।’ লেখাটুকুর সঙ্গে প্রার্থনার একটি ইমোজি জুড়ে দেয়া হয়েছে। ডাচ ক্লাব আয়াক্স আর ইংল্যান্ডের টটেনহ্যামও একই রকমের টুইট করেছে। আর জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল লিখেছেন, ‘আমরা হতবিহ্বল! ক্রিস্টিয়ান এরিকসেন আমরা তোমার পাশেই আছি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর