× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রাম বিআরটিএ ভবন থেকে ২১ দালাল আটক

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৪ জুন ২০২১, সোমবার

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে দালাল ও প্রতারকচক্রের ২১ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। গতকাল বিকালে হাটহাজারী নতুন বাজার এলাকায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। তিনি বলেন, ‘গোপন সূত্রে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালদের উৎপাতের সংবাদ পেয়ে গতকাল সেখানে অভিযান পরিচালনা করে র‌্যাব। সেখান থেকে দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়।’ তিনি বলেন, বিআরটিএকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি দালালচক্র গড়ে ওঠে। তাদের উৎপাতে বিআরটিএতে সেবাগ্রহণে আসা গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া মোটরযান ও ড্রাইভিং রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করে এই সংঘবদ্ধ দালালচক্রটি। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, জনবল সংকটকে পুঁজি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে মাথাচড়া দিয়ে ওঠে দালালচক্রটি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর