× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসিডোনিয়াকে হতাশায় ডুবিয়ে অস্ট্রিয়ার প্রথম জয়ের আনন্দ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১, সোমবার

হার দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে অভিষেক হলো নর্থ মেসিডোনিয়ার। রোববার রাতে নবাগতদের ৩-১ গোলে হারিয়ে মহাদেশীয় আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রিয়া। এর আগে দুইবার ইউরোয় অংশ নিয়ে কখনই জিততে পারেনি দলটি।

রোমানিয়ার জাতীয় স্টেডিয়ামে রোববার ‘সি’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জেতে অস্ট্রিয়া। স্টেফান লাইনারের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন গোরান পানদেভ। দ্বিতীয়ার্ধে মিচাইল গ্রেগোরিচ দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান মার্কো আর্নাতোভিচ।

সবচেয়ে বড় তারকা ডেভিড আলাবার নেতৃত্বে দারুণ শুরু পেলো অস্ট্রিয়া। ফ্রি ট্রান্সফারে বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখানো আলাবা পুরো ম্যাচে খেলেছেন দুর্দান্ত। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার রক্ষণ আর আক্রমণে পুরো ম্যাচে দাপট দেখিয়েছেন। নর্থ মেসিডোনিয়ানরা আটকাতেই পারেননি আলাবাকে।
তার ৯৯ পাসের মধ্যে ৯৩টিই খুঁজে নিয়েছে সতীর্থকে। ইউরোয় অস্ট্রিয়ানদের মধ্যে যা সর্বোচ্চ সফল পাসের রেকর্ড। ইউরোয় দলের প্রথম জয়ে খেলেছেন কার্যকর ফুটবল। অস্ট্রিয়াকে নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখছেন আলাবা। তিনি বলেন, ‘তিন পয়েন্টেই আমরা থেমে থাকতে চাই না। প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। এখন এগিয়ে যেতে চাই। আরো পয়েন্ট অর্জন করাই লক্ষ্য।’

বুখারেস্টে শুরু থেকে নর্থ মেসিডোনিয়ার রক্ষণে চাপ ধরে রাখা অস্ট্রিয়া এগিয়ে যায় ম্যাচের অষ্টাদশ মিনিটে। ডান প্রান্ত থেকে মিডফিল্ডার মার্সেল সাবিৎসার ক্রসে দূরের পোস্ট থেকে দারুণ ভলিতে গোলটি করেন লাইনার। ২৮তম মিনিটে সমতায় ফেরে প্রথমবারের মত বড় কোনো টুর্নামেন্টে খেলতে আসা নর্থ মেসিডোনিয়া। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল পেয়ে ফাঁকা জালে ঠেলে দেন পানদেভ। ইউরোর মূল পর্বে এটি তাদের প্রথম গোল।

৭৮তম মিনিটে আবার এগিয়ে যায় অস্ট্রিয়া। বাম প্রান্ত থেকে দারুণ ক্রস দেন ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা ডেভিড আলাবা। গোলরক্ষক দিমিত্রিভোস্কিকে একা পেয়ে ডান পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড গ্রেগোরিচ। নির্ধারিত সময়ের এক মিনিট আগে গোলরক্ষককে কাটিয়ে ব্যবধান বাড়ান বদলি নামা আর্নাতোভিচ। আগামী বৃহস্পতিবার নর্থ মেসিডোনিয়ার প্রতিপক্ষ ইউক্রেন। দিনের পরের ম্যাচে অস্ট্রিয়া খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর