× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা মোকাবিলায় ফ্রন্টলাইনারদের কাজী এন্টারপ্রাইজেসের সুরক্ষা সামগ্রী বিতরণ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৪ জুন ২০২১, সোমবার

বিশ্বজুড়ে বর্তমান আতঙ্কের নাম করোনাভাইরাস। এই মহামারিতে সারা পৃথিবীতে কোটি মানুষের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশেও লক্ষাধিক মানুষ আক্রান্ত এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। মহামারির এই সময়ে জরুরি সেবা দিয়ে মানুষের জীবন বাঁচানো ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন আমাদের দেশের ফ্রন্টলাইনাররা। এছাড়া দেশ ও মানুষের সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে এই ক্রান্তিকালে মাঠে নেমেছে তরুণসমাজ। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোটি মানুষের সেবায় নিবেদিত ফ্রন্টলাইনারদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ ও তাদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে সুরক্ষা ও পরিচ্ছন্নতা সামগ্রী প্রদান করেছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড।

দীর্ঘ ২০ বছরের পথচলায় বাংলাদেশের ঘরে ঘরে সুরক্ষা ও পরিচ্ছন্নতায় এক অনন্য নাম কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। গ্রাহকের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানসম্পন্ন পণ্যের মাধ্যমে দেশের মানুষের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মানুষের পাশে থাকার প্রচেষ্টা রয়েছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের। তারই ধারাবাহিকতায় গত ২৮শে মে এবং ৬ই জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনে পৌঁছে দেয়া হয় করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, ডিএমপির পক্ষে টুটুল চক্রবর্তী (বিপিএম-সেবা) উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে সালমান খান ইয়াসিন, ব্যবস্থাপক, ইমেজ অ্যান্ড কমিউনিকেশন্স সুরক্ষা ও পরিচ্ছন্নতা সামগ্রী গ্রহণ করেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তারা সবাই কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডকে ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে এভাবেই বেসরকারি খাত দেশের কল্যাণে এগিয়ে আসবে। এছাড়া তারা সবাইকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের পক্ষ থেকে সুরক্ষা ও পরিচ্ছন্নতা সামগ্রী ফ্রন্টলাইনারদের হাতে তুলে দেন আর কে ব্যানার্জী (মানিক), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, মডার্ন ট্রেড এবং নাহিদা বেগম, ম্যানেজার, ব্র্যান্ড। তারা বলেন, বিশ্বব্যাপী এই মহামারির সময়ে পরিচ্ছন্নতা রক্ষা করা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তাই বুয়েট টেস্টের মাধ্যমে তাদের পণ্যসামগ্রীর সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে, যা বাংলাদেশের এফএমসিজি খাতে এই প্রথম। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড সবসময়েই দেশের মানুষের পরিচ্ছন্নতা ও সুরক্ষা নিয়ে কাজ করে আসছে। এই কার্যক্রমের ক্ষুদ্র প্রয়াস হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড ফ্রন্টলাইনারদের পাশে থাকতে পেরে আনন্দিত।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর