× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ঈশ্বরদীতে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

বাংলারজমিন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
১৫ জুন ২০২১, মঙ্গলবার

ঈশ্বরদী পৌর এলাকার পোস্ট অফিস মোড় থেকে বাঘইল রেলওয়ে সাঁকো পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের বালু, ইট ও সুরকি ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের অভিযোগ করার পরও কোনো কাজ হচ্ছে না।
জানা যায়, গ্রামীণ সড়ক মেরামত ও সংস্কার প্রকল্পের আওতায় ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. তরিকুল ইসলাম। কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল ঈশ্বরদী। সরজমিন দেখা যায়, বাঘইল রেলওয়ে সাঁকো এলাকায় সড়ক সংস্কার কাজে ব্যবহারের জন্য নিম্নমানের ইট এনে খোয়া বানানো হচ্ছে। কম পরিমাণ উপাদান ও নিম্নমানের উপকরণ দিয়ে তড়িঘড়ি করে সড়কের এ অংশের সংস্কার কাজ করা হচ্ছে। এ ছাড়া সংস্কার কাজের জন্য উপজেলা সদরের আবুল মনসুর খান স্টেডিয়ামের সামনে মজুত করা হয়েছে নিম্নমানের বালি ও সুরকি।
পাকশী রূপপুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ হোছাইন বলেন, পোস্ট অফিস মোড়-বাঘইল সড়কটি দীর্ঘদিন সংস্কারবঞ্চিত ছিল। এখন সংস্কার কাজ হচ্ছে। কিন্তু চরম অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে যেনতেনভাবে সংস্কার কাজ শেষ করার চেষ্টা করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দিয়েও কাজ হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তরিকুল ইসলাম বলেন, ‘সড়কের কাজে এদিক-ওদিক হয়। কিছু ইটে সমস্যা ছিল, তা সরিয়ে ফেলা হয়েছে। আমি নিজে সংস্কার কাজ তদারকি করছি। এখন নিম্নমানের কাজ হচ্ছে না বলে দাবি করে তিনি।’ ঈশ্বরদী উপজেলা প্রকৌশল (এলজিইডি) এনামুল কবির বলেন, ‘আমি পরিদর্শনে গিয়ে সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের সত্যতা পেয়েছি। এ ব্যাপারে ঠিকাদারকে সতর্ক করা হয়েছে। সংস্কার কাজে আমাদের নিয়মিত নজরদারি রয়েছে। এরপরও কোনো অনিয়ম করা হলে ব্যবস্থা নেয়া হবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর