বাংলারজমিন

অর্থের বিনিময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের অভিযোগ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

২০২১-০৬-১৫

আগামী ২১শে জুন দশমিনা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অর্থের বিনিময়ে সহকারী-প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে। প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি’র দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. আবদুর রহমান স্থানীয় সংবাদকর্মীদের কাছে এ অভিযোগ করেন। তিনি জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান নির্বাচন অফিসের বারান্দায় নিজের আপন ছোট ভাইকে দাঁড় করিয়ে ৫শ’ থেকে ১ হাজার টাকার বিনিময়ে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের জন্য নাম নিয়েছেন। এ কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের নাম তালিকা থেকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে মাদ্রাসা, এবতেদায়ী ও ননএমপিও কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব দেয়া হয়েছে। দশমিনা সরকারি কলেজের এক শিক্ষক জানান, নন এমপিও ২ জন শিক্ষক নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করা হলেও সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদেরদের কোনো দায়িত্বে দেয়া হয়নি। উপজেলা ‘কৃষি দপ্তরের সিনিয়র উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবু হানিফ জানান, তিনি একাধিক নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করলেও এ বছর নির্বাচন কর্মকর্তা তার স্থলে একই দপ্তরের জুনিয়রকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েছেন। তাই নিজের নাম সহকারী প্রিজাইডিং থেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, আমার ভাই জোবায়ের হোসেনকে মাস্টাররোলে কাজ করানো হচ্ছে। অর্থ নেয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন জানান, ইউপি ‘নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন নির্বাচন কর্মকর্তা তাই আমি করিনি। তবে তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি আমার কাছে অস্বীকার করেছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status