বাংলারজমিন
১৪ বছর পর ধর্ষক গ্রেপ্তার
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
২০২১-০৬-১৫
বিয়ানীবাজারে ১৪ বছর পর ধর্ষণ মামলার পলাতক আসামি জিয়াউর রহমান (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে গোলাপগঞ্জ এলাকার আছিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, ২০০৬ সালে জিয়াউর রহমানের পরিবারে গৃহপরিচারিকার কাজ করতো ধর্ষিতা। তখন ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে জিয়াউর। এক সময় ভিকটিম সন্তান সম্ভাবা হয়ে পড়লে তাকে তাড়িয়ে দেয়া হয়।
এ ঘটনার পর থানায় মামলা হলে আত্মগোপনে চলে যায় জিয়াউর। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, মামলা দায়েরের কিছুদিন পর ভিকটিমের ঘরে ছেলে সন্তানের জন্ম হয়। পরে ওই ছেলেসহ অন্যত্র তার বিয়ে হয়। ধর্ষিতার ছেলের বয়স এখন ১৩ বছর। গ্রেপ্তারকৃত জিয়াউর রহমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার পর থানায় মামলা হলে আত্মগোপনে চলে যায় জিয়াউর। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, মামলা দায়েরের কিছুদিন পর ভিকটিমের ঘরে ছেলে সন্তানের জন্ম হয়। পরে ওই ছেলেসহ অন্যত্র তার বিয়ে হয়। ধর্ষিতার ছেলের বয়স এখন ১৩ বছর। গ্রেপ্তারকৃত জিয়াউর রহমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।