× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘মৃত্যুকূপে’ রোনালদোদের সামনে হাঙ্গেরি

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২১, মঙ্গলবার

‘এফ’ গ্রুপটা যেন মৃত্যুকূপ। আসরের ‘গ্রুপ অব ডেথ’ আখ্যা পাচ্ছে এটি। গত আসরে শিরোপাজয়ী পর্তুগালের সঙ্গে রয়েছে রানার্সআপ ফ্রান্স ও ফুটবলের পাওয়ার হাউস জার্মানি। গ্রুপের আরেক দল হাঙ্গেরি। যাদেরকে ‘শিকার’ বানাতে চায় তিন হেভিওয়েট। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শিরোপা ধরে রাখার মিশনে নামবে পর্তুগাল। তবে কাজটা সহজ হবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। হাঙ্গেরি খেলবে ঘরের মাঠ বুদাপেস্টের ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে।
ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামবে হাঙ্গেরি। এবারের আসরে একমাত্র পুসকাস স্টেডিয়ামের গ্যালারি থাকবে পূর্ণ। স্বাগতিক দর্শকে ঠাসা স্টেডিয়ামে কঠিন পরীক্ষা দিতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোদের।
হাঙ্গেরির বিপক্ষে জয় না পেলে নিশ্চিতভাবেই কঠিন হয়ে যাবে চ্যাম্পিয়নদের পরের রাউন্ডে ওঠার লড়াই। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেন, ‘অবশ্যই এই ম্যাচে আমাদের জয়ের বিকল্প নেই। যদি সেটা না হয় তাহলে আমাদের বিপদ বাড়তে পারে। তবে দলের কেউই সেরকম ভাবছে না। সব দলকে হারানোর সামর্থ্য রয়েছে পর্তুগালের। এমনকি শিরোপা জয়েরও।’ স্বপ্ন দেখছেন হাঙ্গেরিয়ানরাও। ফুটবলে এক সময় রাজত্ব করা হাঙ্গেরি মাত্র চতুর্থবার খেলছে ইউরোর আসরে। গতবার তারা উঠেছিল শেষ ষোলোয়। হাঙ্গেরির কোচ মার্কো রসি বলেন, ‘স্বপ্ন দেখতে তো আর মানা নেই। আমরা স্বপ্নটা দেখছি নিজেদের নিয়েই। জানি আমরা কাদের মুখোমুখি হতে চলেছি। পা মাটিতে রেখেই লড়াই করতে চাই।’
মুখোমুখি লড়াইয়ে কখনই পর্তুগালেকে হারাতে পারেনি হাঙ্গেরি। ১৩ লড়াইয়ের ৯টিতে জয় পর্তুগালের। চার ম্যাচ ড্র। ক্রিস্টিয়ানো রোনালদো গত আসর জিতে মিটিয়েছেন জাতীয় দলের জার্সিতে শিরোপা না পাওয়ার আক্ষেপ। ফুটবলবোদ্ধাদের মতে, এটাই ৩৬ বছর বয়সী রোনালদোর শেষ ইউরো। ক্যারিয়ারের পঞ্চম ইউরো রাঙাতে চাইবেন পর্তুগিজ সুপারস্টার। রয়েছেন দারুণ এক মাইলফলকের সামনে। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক ইরানের আলী দাইয়িকে (১০৯ গোল) ছুঁতে আর ৬ গোল চাই রোনালদোর। সেই ইঙ্গিত পাঁচবারের বর্ষসেরা দিয়ে রেখেছেন গত মৌসুমে জুভেন্টাসের জার্সিতে ২৯ গোল করে। গোল করেছেন জাতীয় দলের হয়ে শেষ ম্যাচেও। ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে পর্তুগাল ৪-০ গোলে হারায় ইসরায়েলকে। ওই ম্যাচে এক গোল করেন রোনালদো। সব পজিশনেই সেরা খেলোয়াড় রয়েছে পর্তুগালের। সদ্য ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস কুড়িয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের খেতাব। ফর্মে রয়েছেন বারনার্দো সিলভা, ব্রুনো ফার্নানদেজরা।  এবারের অন্যতম ফেভারিটও পর্তুগাল। তবে ঘরের মাঠে হাঙ্গেরির দুর্দান্ত ফর্ম ভাবনায় ফেলতে পারে পর্তুগালকে। কোচ মার্কো রসির অধীনে ঘরের মাঠে টানা ১১ ম্যাচ অপরাজিত হাঙ্গেরি। নিজ দেশে খেলা শেষ ১৫ ম্যাচের মাত্র একটিতে গোল করতে পারেনি তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর