× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিসিবির বোর্ড সভা আজ / চূড়ান্ত হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৫ জুন ২০২১, মঙ্গলবার

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিকাল ৩টায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের সভা। বিসিবির আসন্ন নির্বাচনের আগে এই গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে অন্যতম আলোচনার বিষয় বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় নির্ধারণ। এছাড়াও আজই চূড়ান্ত হবে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। লাল ও সাদা বলে কোন কোন ক্রিকেটার  চুক্তিতে আসতে পারে তা এরইমধ্যে বিসিবির কাছে জমা দিয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগ। গুঞ্জন রয়েছে তারকা ক্রিকেটার সৌম্য সরকার শেষ পর্যন্ত বাদ পড়তে যাচ্ছেন চুক্তি থেকে। তবে চলতি ঢাকা লীগে তার পাফরম্যান্সের পর হয়তো এই যাত্রায় টিকে যাচ্ছেন এই ক্রিকেটার। বিসিবির কয়েকটি সূত্রে জানা গেছে লাল ও সাদা বলে ক্রিকেটারদের খেলার আগ্রহের বিষয়টিও নির্ভর করছে চুক্তিতে। এছাড়াও বিসিবির কমিটি ও উপ-কমিটিগুলোর বাজেট অনুমোদন, পুরুষ ও নারী দলের কোচ নিয়োগ, ঢাকা লীগে আম্পায়ারদের দুর্নীতি নিয়ে গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করবে এই সভাতেই।
এছাড়াও জাতীয় দলের নির্বাচকদের মেয়াদ নিয়েও হবে গুরুত্বপূর্ণ আলোচনা। বিষয়গুলো নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘এবার বোর্ড সভাতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হবে এজিএম ও ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। এছাড়াও অন্যান্য সাধারণ বিষয়তো থাকবেই। অন্যদিকে নারী ক্রিকেট নিয়েও এই বোর্ড সভায় রয়েছে এজেন্ডা। এ বিষয়ে নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘হ্যাঁ, আমাদের ইস্যু আছে। যেমন বাজেটে, আমাদের মেয়েদেরকে নিয়ে কিছু পরিকল্পনা আছে এগুলো আলোচনা হবে। নারীদের টেস্ট ক্রিকেটের কোনো ইস্যু নেই। বাজেট এবং সামনের খেলাধুলা নিয়ে। বিদেশি কোচের নাম আমরা যা পেয়েছি সন্তোষজনক না। আমাদের মন মতো কোনো আবেদন পাইনি। এখন সময় নিতে হবে। আমরা নতুন করে আবার চেষ্টা করবো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর