× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

অনিশ্চয়তায় বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৫ জুন ২০২১, মঙ্গলবার

হঠাৎ করেই জিম্বাবুয়েতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।  সেই কারণে এরই মধ্যে দেশটির সরকার সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ করেছে। আগামী ২৯শে জুলাই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টাইগারদের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে হঠাৎ করে খেলাধুলা বন্ধ হওয়ায় বাংলাদেশ সেখানে সফরে যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে লকডাউন। এমন অবস্থায় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন কতটা সম্ভব হবে তা বলা কঠিন। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বলেছে, দ্রুতই তারা নিজেদের সরকারের সঙ্গে আলোচনা করে সিরিজটি আয়োজন করার চেষ্টা করবে। তারা আশাবাদী শেষ পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই টাইগারদের অতিথীয়তা দিতে সক্ষম হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজনও একই আশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘করোনার সংক্রমনের ফলে ওদের (জিম্বাবুয়ে) সরকার সব ধরনের স্পোর্টস বন্ধ করেছে। তাদের ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে তারা ক্রিকেট চালিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে।’ সূচি অনুযায়ী বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ৭ই জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০শে জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। সব ম্যাচই হবে হারারেতে। এই ভেন্যুতেই ২৩, ২৫ ও ২৭শে জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজটি আয়োজন করতে পারবে কিনা সেই বিষয় জানতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও করেছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘ওদের (জিম্বাবুয়ে) সিইও’র সঙ্গে সকালে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন তারা সরকারের সঙ্গে সিরিজ গড়ানোর লক্ষ্যে আলোচনা করছে এবং তারা আশাবাদী। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’ আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। করোনা পরিস্থিতিতে এই সফরে বাংলাদেশকে কয়দিন কোয়ারেন্টিন করতে হবে, তা নিয়ে আলোচনা চলছিল দেশটি ক্রিকেট বোর্ডের সঙ্গে। কিন্তু এই আলোচনার মধ্যেই করোনায় লকডাউনের কারণে সোমবার থেকে জিম্বাবুয়েতে সব ধরনের স্পোর্টস ইভেন্ট স্থগিত করেছে দেশটির সরকার। এই নির্দেশের পর জিম্বাবুয়ে ‘এ’ দল ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের মধ্যকার চার দিনের ম্যাচ স্থগিত করা হয়েছে। এ ছাড়া সব ধরনের ক্রিকেট কার্যক্রমও স্থগিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। জিম্বাবুয়ে বোর্ড থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং আমাদের সকলের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি সবার আগে।’ সামনের সিরিজ আয়োজনের ব্যাপারেও আত্মবিশ্বাসের কথা জানিয়েছে তারা, ‘কোভিড-১৯ মহামারির মাঝে জৈব সুরক্ষা বলয়ে দর্শকশূন্য মাঠে, সবার একাধিক টেস্ট করানো এবং নিরাপদ বলয়ে থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট আয়োজন করার পর আমরা বিশ্বাস করি, ক্রিকেট পুনরায় চালু করার ব্যাপারে আমাদের সামর্থ্য ও অভিজ্ঞতা আছে।’   
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর