খেলা

বিবর্ণ লেভানদোভস্কি,স্লোভাকিয়ার কাছে পোলিশদের হার

স্পোর্টস ডেস্ক

২০২১-০৬-১৫

বায়ার্ন মিউনিখের দুর্দান্ত ফর্মটা জাতীয় দলে টেনে আনতে ব্যর্থ রবার্ট লেভানদোভস্কি। দলের সেরা তারকার বিবর্ণ দিনে হতাশায় শুরু ইউরো মিশন শুরু হলো পোল্যান্ডের। দশজনের পোলিশদের ২-১ গোলে হারিয়ে দারুণ শুরু পেয়েছে স্লোভাকিয়া।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ‘ই’ গ্রুপের ম্যাচে ধারার বিপরীতে এগিয়ে যায় স্লোভাকিয়া। গোলটি পোলিশ গোলরক্ষকের আত্মঘাতী হলেও এর পুরো কৃতিত্ব রবের্ত মাকের। বাম প্রান্ত দিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢুকে কাছের পোস্টে নিচু শট নেন মাক। বল ঝাঁপিয়ে পড়া ভয়চেখ স্ট্যাসনির হাতে লেগে পোস্টে বাধা পেয়ে ফিরে তার পিঠে লেগে জালে জড়ায়। প্রথমার্ধে ৬০ শতাংশ বলের দখলে রাখা পোল্যান্ড কোনো সুযোগই তৈরি করতে পারেনি। তবে বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে তারা। গোছালো আক্রমণে সতীর্থের কাটব্যাক পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন লিনাটতে। ৬২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পোল্যান্ড। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার জেগোস ক্রিখোভিয়াক। সুযোগ কাজে লাগাতে সময় নেয়নি প্রতিপক্ষ। ৬৯তম মিনিটে ডি-বক্সের মধ্যে স্ক্রিনিয়ার নেওয়া শট প্রতিপক্ষের অনেকের মধ্যে দিয়ে ঠিকানা খুঁজে নেয়। ডানে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি স্ট্যাসনি।

গত মৌসুমে বায়ার্নের জার্সিতে ৪১ গোল করেছেন লেভানদোভস্কি। নিশ্চিত করেছেন টানা দ্বিতীয়বার ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়। ইউরোয় পোলিশ স্ট্রাইকারকে ভাবা হচ্ছে অন্যতম সেরা হিসেবে। তবে প্রথম ম্যাচে পুরোপুরি ব্যর্থ তিনি। পোলিশদের সর্বোচ্চ গোলদাতা (৬৬ গোল) স্লোভাকিয়ার বিপক্ষে দুই অর্ধে দুটি হাফ-চান্স পেয়েছিলেন, কিন্তু তার কোনো প্রচেষ্টাই লক্ষ্যে ছিল না।

আগামী শুক্রবার নিজেদের পরের ম্যাচে স্লোভাকিয়া খেলবে সুইডেনের বিপক্ষে। পরের দিন পোল্যান্ডের প্রতিপক্ষ স্পেন।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status