× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৫ জুন ২০২১, মঙ্গলবার

বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ। তবে এককভাবে নয়, যৌথভাবে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার ইচ্ছা বিসিবির। মঙ্গলবার বিসিবি’র নির্বাহী কমিটির সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানান এই তথ্য।
আইসিসির আগামী উইন্ডোতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিরও স্বাগতিক হওয়ার ইচ্ছা বাংলাদেশের। যৌথভাবে বিশ্বকাপ আয়োজন নিয়ে দু’একদিনের মধ্যে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনার কথাও বলেন বিসিবি বস।
আইসিসির ঘোষিত উইন্ডোতে ২০২৫ ও ২০২৯ সালে রয়েছে দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি। এককভাবে এই দুই টুর্নামেন্টের যেকোনো একটি আয়োজন করার জন্য বিড করবে বিসিবি। এছাড়া ২০২৭ ও ২০৩১ সালের রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ।
এর যেকোনো একটিতে যৌথভাবে স্বাগতিক হতে চায় বাংলাদেশ।
এর আগে ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে বিসিবি। এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করে বাংলাদেশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর