× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রমেকে দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সাদুল্লাপুরে মানববন্ধন

বাংলারজমিন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
১৬ জুন ২০২১, বুধবার

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদ ও রাসেদ আলম। এর প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সাদুল্লাপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাদুল্লাপুর উপজেলার শেরপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তার দুই ছেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদ আলম ১১ই জুন রাতে রমেকের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় ওয়ার্ডের দায়িত্বরতরা নির্ধারিত ফি ৩০ টাকার স্থলে ১০০ টাকা দাবি করেন। এ দাবির পরিপ্রেক্ষিতে ওই দুই শিক্ষার্থী অতিরিক্ত টাকার রশিদ চাইলে হাসপাতালের স্টাফ ও দালালরা তাদেরকে বেধড়ক মারধর করেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ মেডিকেল হাসপাতালের পরিচালকের অপসারণ, দালাল ও দুর্নীতিমুক্ত হাসপাতালের দাবি জানান।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর