দেশ বিদেশ

হিলিতে ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

২০২১-০৬-১৬

দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়াই ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে উপজেলা প্রশাসন। ১৫ই জুন হতে ২১শে জুন পর্যন্ত এ বিধিনিষেধ থাকবে। তবে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের ন্যায় স্বাস্থ্যবিধি অনুস্মরণ করে স্বাভাবিক থাকার কথা রয়েছে। বিধিনিষেধ চলাকালে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাজারের দোকানপাট খোলা রাখা যাবে। ৪টার পর জরুরি সেবা ব্যতিত সব কিছু বন্ধ থাকবে। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম জানান, হিলিতে দিন দিন করোনা সংক্রমণের হার বাড়ছে। এ অবস্থায় করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় ১৫ই জুন হতে ২১শে জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন। স্বাস্থ্যবিধি মানা না হলে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। গত ২ দিনে হিলির কাস্টমস ও স্বাস্থ্য বিভাগের ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status