খেলা

নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ নিয়ে শচীনের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক

২০২১-০৬-১৬

ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল মহারণে নামবে ভারত-নিউজিল্যান্ড। এর আগেই ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে কিউইরা। বিষয়টি পছন্দ হয়নি শচীন টেন্ডুলকারের। ভারতের ব্যাটিং কিংবদন্তির মতে, এই সিরিজ ইংল্যান্ডের মাটিতে এক ধাপ এগিয়ে দিয়েছে কিউইদের। ফাইনালের পর সিরিজটি আয়োজন যুক্তিযুক্ত হতো বলে মনে করছেন তিনি।
আগামী ১৮ই জুন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে ভারত। এর আগে মাসের শুরুতে ইংল্যান্ড পৌঁছে নিউজিল্যান্ড। আর ২রা জুন ও ১০ই জুন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে তারা। সেখানে জয়ও পায় কেন উইলিয়ামসনের দল।
সমান যোগ্যতা নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দুই দল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে দু’টি টেস্ট নিউজিল্যান্ডকে সেখানকার পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল করে দিয়েছে বলে মনে করছেন শচীন। স্বাগতিকদের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজটি ফাইনালের পরে নিয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন শচীন।  বলেন, ‘আমি জানি না আসলে কখন নিউজিল্যান্ড-ইংল্যান্ডের সূচি নির্ধারিত হয়। আমার মনে হয় নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছার আগে। এই সিরিজ ফাইনালে কোনো প্রভাব ফেলতে পারবে না। আমার মতে, ফাইনালের পর সিরিজটি আয়োজন করলেই হতো।’
শচীন বলেন, ‘এটির আরেকটি দিক হলো, নিঃসন্দেহে নিউজিল্যান্ড এগিয়ে গিয়েছে। ইংল্যান্ডের মাটিতে তারা দু’টি টেস্ট খেলেছে। যেটি তাদের এক ধাপ এগিয়ে দেবে। অপরদিকে ভারত দল অনুশীলন করা বাদে কিছুই করেনি। একটি প্রস্তুতি ম্যাচও নয়।’ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অবকাঠামো নিয়েও প্রশ্ন রয়েছে শচীনের। তার মতে এক ম্যাচ নয়; বরং সিরিজ খেলার মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা দরকার। শচীন বলেন, ‘যেকোনো খেলায় ফাইনাল ম্যাচটি শুধুমাত্র একদিনের একটি ইভেন্ট থাকে। কিন্তু টেস্ট ক্রিকেটের ফাইনালে পৌঁছালে তিন-চারটা সিরিজ খেলে আসতে হয়। সেখানে এক ম্যাচে ফাইনালিস্ট নির্ধারণ যুক্তিযুক্ত নয়। এটা হওয়া উচিত টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ; কেবল একটি ম্যাচ নয়।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status