× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সাইক্লিংয়ে প্রার্থী ১৯ ভোটার ৩৭

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৬ জুন ২০২১, বুধবার

মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে বাংলাদেশ ভলিবল, হ্যান্ডবল ও আরচারি ফেডারেশন। আর অ্যাডহক কমিটি দিয়ে চলছে টেনিস ও সাইক্লিং। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে এসব ফেডারেশনে নির্বাচনের উদ্যোগ নিয়েও স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ভলিবলে মনোনয়নপত্র বিতরণের পরেও তা স্থগিত করে সংস্থাটি। তবে এরমধ্যে ব্যতিক্রম সাইক্লিং। করোনার মধ্যেই সাইক্লিং ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া প্রায় সম্পন্ন। সাইক্লিং ফেডারেশনের নির্বাচন সম্পন্ন হওয়ার পেছনে কারণ সম্পর্কে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেন,‘সাইক্লিংয়ে তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার একটি আইনি নির্দেশনা রয়েছে। এজন্য আমরা আইনি নির্দেশনা অনুসরণ করে নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।’ সাইক্লিং ফেডারেশন চলছিল অ্যাডহক কমিটি দিয়ে।
অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তাহের উল ইসলাম চৌধুরী নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হচ্ছেন। অ্যাডহক কমিটিতে থাকা সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার আসন্ন নির্বাচিত কমিটিরও সহ-সভাপতি থাকছেন। গত রোববার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। কার্যনির্বাহী কমিটির ১৯ পদের বিপরীতে অতিরিক্ত কোনো মনোনয়ন জমা পড়েনি। ১৯টি মনোনয়নই বৈধ হিসেবে গণ্য হয়েছে। ১৭ই জুন কেউ প্রত্যাহার না করলে এই কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সাধারণত ফেডারেশনগুলোতে যুগ্ম সম্পাদক পদ থাকে দু’টি। সাইক্লিং ফেডারেশনে তিনটি। সহ-সভাপতি পদও তিনটি। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ একজন এবং সদস্য ১১ জন। জাতীয় ক্রীড়া পরিষদ পরবর্তীতে
দুইজন মনোনীত করবেন। সাইক্লিং অনেক পুরনো ফেডারেশন হলেও এর বিস্তৃতি ঘটেনি তেমন। এবারের নির্বাচনে সাইক্লিংয়ের ভোটার/ কাউন্সিলর ছিলেন মাত্র ৩৭ জন। এরমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের পাঁচজন মনোনীত কাউন্সিলর, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক একজন। প্রকৃত অর্থে সাইক্লিং ফেডারেশনের অধিভুক্ত সংস্থার কাউন্সিলর সংখ্যা মাত্র ৩১। জেলা ও বিভাগ সবমিলিয়ে সাইক্লিং ফেডারেশনের ভোটার ২৪ জন। সার্ভিসেস সংস্থা পাঁচটি আর মহিলা ক্রীড়া সংস্থা এবং মুক্তিযোদ্ধা সংসদ ফেডারেশনের কাউন্সিলর। নতুন নির্বাচিত কমিটি সাইক্লিংয়ের প্রসার ঘটাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর