× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে ৬০ কিলোমিটার যানজট, দুর্ভোগ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১৬ জুন ২০২১, বুধবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় দিকে দ্বিতীয় দিনের মতো দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গত সোমবার সকাল থেকে গতকাল বিকাল পর্যন্ত টানা ২ দিন সড়কটির উভয়দিকে কমপক্ষে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে বিভিন্ন যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম বন্দর থেকে দেশের উত্তরাঞ্চলগামী বিভিন্ন পণ্যবাহী পরিবহন, যাত্রীবাহীসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রী সাধারণ। এদিকে, এ যানজট নিরসনে গাজীপুর ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ কোনো সহায়তা করছে না বলে জানান স্থানীয় প্রশাসন। সরজমিন ঘুরে জানা যায়, গত সোমবার সকালে রূপগঞ্জ থানার পার্শ্ববর্তী গাজীপুরের কালীগঞ্জ থানাধীন পাঞ্জুরা এলাকায় পূর্বাচল ফ্যাশন নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে বেতনভাতার দাবিতে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ ছাড়া এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি চারলেন বিশিষ্ট সড়কে উন্নতিকল্পে বিভিন্ন স্থানে সড়কের একপাশ বন্ধ করে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এর ফলে গত সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত রূপগঞ্জের গোলাকান্দাইল হতে মীরেরবাজার পর্যন্ত উভয় পাশে কমপক্ষে ৬০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে উত্তরাঞ্চল থেকে চট্টগ্রাম বন্দরগামী ও চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলগামী বিভিন্ন পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছে।
এমনকি এ ভোগান্তি থেকে রেহাই পায়নি যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে চলাচলরত সাধারণ মানুষ। চট্টগ্রাম বন্দর থেকে রংপুরগামী মালবাহী কাভার্ডভ্যান চালক আজিজ খন্দকার বলেন, গত সোমবার সকালে রওয়ানা দিছি। এখন পর্যন্ত কাঞ্চন সেতুর টোল প্লাজা পার হতে পারি নাই। জানি না কতোক্ষণ পর এ যানজট থেকে রেহাই পাবো। এমনকি কখন মালামাল নিয়ে গন্তব্যে পৌঁছাবো সেটাও বুঝতে পারছি না।  

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পার্শ্ববর্তী কালীগঞ্জ থানার পাঞ্জুরা এলাকায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করায় ও এশিয়ান হাইওয়ে সড়কটি চারলেন করার জন্য কালীগঞ্জ এলাকায় কাজ শুরু হয়েছে। যার দরুন এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর