× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

৬ জেলায় করোনা বেড়েছে, ১৯শে জুন থেকে আবার ভ্যাকসিনের প্রথম ডোজ শুরু: স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন

স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) জুন ১৬, ২০২১, বুধবার, ৪:৩১ অপরাহ্ন

আগামী ১৯শে জুন থেকে আবার করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
আজ বুধবার স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান। ওই দিন থেকে চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা দেয়া শুরু হবে।

ডা. নাজমুল বলেন, ১৯শে জুন থেকে আবারো টিকা কার্যক্রম শুরু হবে। ঢাকার যেসব মেডিকেল ইনস্টিটিউট-কলেজ আছে সেখানে আমরা আবার প্রথম ডোজের টিকা নতুন করে দেয়া শুরু করবো। সিনফার্ম এবং ফাইজারের টিকা দিয়ে এই কার্যক্রম চলবে। ভ্যাকসিনের সরবরাহ অব্যাহত থাকলে কার্যক্রম চলতে থাকবে।

মঙ্গলবার  পর্যন্ত ৩৭টি জেলায় সিনোফার্মের টিকা পৌঁছে গেছে পৌঁছে গেছে বলেও জানান ডা. নাজমুল ইসলাম।

দেশের ছয়টি জেলায় করোনা সংক্রমণ বেড়েছে বলেও জানান তিনি। জেলাগুলো হলো খুলনা, নাটোর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ ও দিনাজপুর। বিভাগ অনুযায়ী হিসেবে রাজশাহী ও খুলনা বিভাগে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশের চার জেলায় করোনা সংক্রমণ কমেছে। সেগুলো হলো সাতক্ষীরা, নড়াইল, যশোর ও রাজশাহী।
জানুয়ারির পর থেকে এপ্রিলে দেশে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বলেও জানানো হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি করোন রোগী শনাক্ত হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর