× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আসছে ‘কিস অফ জুডাস’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২১, বুধবার

ড্রাগস ট্রাফিকিং থ্রিলার গল্প নিয়ে নির্মিত হয়েছে ৮ পর্বের ওয়েব সিরিজ ‘কিস অফ জুডাস’। এটি নির্মাণ করেছেন হাবীব শাকিল। আগামীকাল ওটিটি প্লাটফর্ম বিনজে বিনামূল্যে দেখতে পাবেন দর্শকরা। নির্মাতা জানান, ছন্নছাড়া প্রডাকশনের ব্যানারে ওয়েব সিরিজটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহজাহান সৌরভ। দীর্ঘ চারমাস ধরে সিরিজটির স্ক্রিপ্টিং করা হয়। ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন দোয়েল মেশ, আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, ওয়াহিদ তারেক, নাছির উদ্দীন খান, টুটুল চৌধুরী প্রমুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ওয়েব সিরিজটির পোস্টার ও ট্রেলার প্রকাশিত হয়েছে। ওয়েব সিরিজটিতে দেখা যাবে, প্রযুক্তির সাথে সাথে ড্রাগের ধরন এবং প্রয়োগ পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত তার সাথে পাল্লা দিয়ে ড্রাগ ট্রাফিকিং এর বিভিন্ন কৌশল তৈরী হচ্ছে।
তেমনি শহরে এক নতুন ড্রাগের ট্রাফিকিং এর কৌশল নিয়ে গল্পে প্রতি নিয়ত সাসপেন্স তৈরি করা হবে। এই ড্রাগের ধরন সম্পূর্ণ আলাদা যা আগে কখনো দর্শক দেখেনি। ওয়েব সিরিজটি প্রসঙ্গে নির্মাতা হাবীব শাকিল বলেন, চেষ্টা করেছি ভিন্ন ধরনের একটি গল্প বলতে। পুরা টিম অনেক পরিশ্রম করে কাজটি করেছি। দর্শকের কাছে কেমন লেগেছে এটা এখন দেখার অপেক্ষায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর