× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

হুমায়ুন ফরীদি-মোশাররফ করিম: কে বেশি জনপ্রিয়, ভার্সেটাইল আর শক্তিমান অভিনেতা?

অনলাইন

তারিক চয়ন
(২ বছর আগে) জুন ১৭, ২০২১, বৃহস্পতিবার, ৩:৪৯ অপরাহ্ন

আজ থেকে পঁচিশ বছর পর পেছন ফিরে তাকালে - ইতিহাসের চোখে কিভাবে আমরা মূল্যায়ন করবো হুমায়ুন ফরীদি আর মোশাররফ করিমকে? কে বেশি জনপ্রিয়, ভার্সেটাইল আর শক্তিমান অভিনেতা? কাকে আপনি এক নম্বরে রাখবেন?

নিজের ফেসবুক টাইমলাইনে এমনই এক প্রশ্ন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ডাঃ রুমি আহমেদ। তার এমন প্রশ্নের জবাবে অনেকেই উত্তর দিয়েছেন। তবে সবার উত্তর এক না হওয়াটাই স্বাভাবিক।

রেজাউল করিম নামে একজন লিখেছেন, ১ নং অবশ্যই হুমায়ুন ফরীদি। অনেক প্রতিকূল সময়ে দুর্দান্ত সব কাজ করে অকালে হারিয়ে গেলেন। মোশাররফ করিমের কাজও অসাধারণ এবং প্রশংসনীয়।

তাহমিনা হোসেন লিখেছেন, মোশাররফ করিম প্রিয়! কিন্তু তুলনা হয় না দুই জনের!

আনোয়ার হোসেন লিখেছেন, ৭০ দশকের ৮০০ মার্ক পাওয়া একজন  শিক্ষার্থীর মেধা বা জ্ঞানের  গভীরতা এখনকার 'GPA ৫' পাওয়া শিক্ষার্থীর চাইতে বেশী হলে হুমায়ুন ফরীদিই সেরা!

জাহিদ হাসানের মতে, হুমায়ূন ফরীদি মোশাররফ করিমের চেয়ে বেশি ভার্সেটাইল ছিলেন।

আর আমজাদ বিটুর মতে, এই ধরনের প্রশ্ন করাটাই অবান্তর। ক্ষেত্রের ব্যাপকতা আমলে নিলে মোশাররফকে হুমায়ুনের স্কেলে আনাই ঠিক নয়। একটা 'সংশপ্তক'ই যথেষ্ট মোশাররফকে ষ্টেইজ-আউট করতে।

নবিউল করিমের মতও অনেকটা একই রকম। তিনি লিখেছেন, ফরীদি সিরিয়াস, নায়ক, ভিলেইন ও হাস্যরসাত্মক চরিত্রকে একই রকমভাবে ফুটিয়ে তুলতে পারতেন।
সব চরিত্রেই তিনি সমান শক্তিশালী ছিলেন। মোশাররফের অভিনয়ের বিস্তৃতি এতটা না। বরঞ্চ তার হাস্যরসাত্মক চরিত্রগুলো অনেকটা ভাঁড়ামির পর্যায়ে পড়ে, যদিও আমরা সেটা উপভোগ করি। আমার কাছে আমাদের এই বছরের-পর-বছর ভাঁড়ামি উপভোগ করে আসাটা এক ধরনের মানসিক সীমাবদ্ধতা বা অসুস্থতা বলে মনে হয়! তবে মোশাররফের এই চরিত্র ফুটিয়ে তোলা অতুলনীয় কোন সন্দেহ নেই।

উল্লেখ্য, হুমায়ূন ফরীদি আশির দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্র জগতে আগমন করেন। তাকে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মনে করা হয়।

অন্যদিকে, মোশাররফ করিম সমসাময়িক কালের অন্যতম জনপ্রিয় অভিনেতা। অনেকেই তাকে সময়ের সেরা অভিনেতা বলে মনে করেন। মূলত টিভি নাটকে অভিনয় করে থাকলেও তিনি বিভিন্ন সময় চলচ্চিত্রেও কাজ করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর