× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বৈশ্বিক শান্তি সূচকে সাত ধাপ এগিয়ে ৯১তম বাংলাদেশ

শেষের পাতা

মানবজমিন ডেস্ক
১৮ জুন ২০২১, শুক্রবার

বৈশ্বিক শান্তি সূচকে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। গত বছরের তুলনায় এক লাফে ৭ ধাপ এগিয়ে এবার বাংলাদেশ রয়েছে ৯১তম স্থানে। বৃহসপতিবার অস্ট্রেলীয় গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত এ বছরের শান্তি সূচকে এই অগ্রগতির বিষয়টি প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের স্কোর ২.০৬৮। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।
এই সূচক মূলত তৈরি করা হয় দেশগুলোর নিরাপত্তা, সুরক্ষা ব্যবস্থা, সামরিকীকায়ন ও সংঘাতের মাত্রার ওপর ভিত্তি করে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এবার তৃতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশের আগে রয়েছে ভুটান ও নেপাল।
এ অঞ্চলের মধ্যে সব থেকে এগিয়ে থাকা ভুটানের অবস্থান এ বছর ২২তম। যদিও এ বছর দেশটি দুই ধাপ পিছিয়েছে। অপরদিকে নেপালের অবস্থান ৮৫তম। বাংলাদেশের পেছনে থাকলেও কাছাকাছি রয়েছে শ্রীলঙ্কা (৯৫তম)। তবে ভারতের অবস্থান ১৩৫তম। অপরদিকে দক্ষিণ এশিয়ার সব থেকে তলানিতে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দেশ দুটির অবস্থান যথাক্রমে ১৫০তম ও ১৬৩তম।
অপরদিকে, বরাবরের মতোই তালিকার শীর্ষে রয়েছে আইসল্যান্ড। দ্বিতীয়স্থানে আছে নিউজিল্যান্ড। ডেনমার্ক, পর্তুগাল ও স্লোভেনিয়া আছে যথাক্রমে ৩য়, ৪র্থ ও ৫ম স্থানে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর