× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ মামলার চার্জশিট, গ্রেপ্তার ৬

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৯ জুন ২০২১, শনিবার

কিশোরগঞ্জে দুইটি চুরির মামলা ও একটি যৌন পীড়নের মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে সদর মডেল থানা পুলিশ। এসব ঘটনায় চুরির মাল উদ্ধারসহ মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে,  অটোরিকশা চুরির ঘটনায় গত বুধবার দুপুরে মামলা দায়ের করা হয় যশোদল কালিকাবাড়ির হাসান আলীর ছেলে মো. মিজান। ওই দিন বিকালেই মো. সিরাজুল (৩০) ও মো. ফারুক (৩৫) নামে দুই আসামিকে গ্রেপ্তার ও চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর থানার এসআই জয়ন্ত মজুমদার। ছাগল চুরির ঘটনায় অটোরিকশা করে ছাগল নিয়ে যাওয়ার সময় শুভ সাহা (২০), দ্বীন ইসলাম (২২) ও জাকির হোসেন (৪০) নামে তিন আসামিকে বুধবার আটক করা হয়। ওই দিনই মামলা দায়ের পর বিকালে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর থানার এসআই সৌরভ বসাক। মামলার বাদী সদর উপজেলার মধ্য মারিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মো. সোহেল মিয়া।
এ ছাড়া প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রী (১২)কে যৌন পীড়নের ঘটনায় বুধবার রাতে মামলা দায়ের করা হয়। রাতেই আসামি মো. রফিকুল ইসলাম (২২)কে গ্রেপ্তার করে পরদিন বৃহস্পতিবার আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর থানার এসআই মো. বজলুর রহমান। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তকারী কর্মকর্তাগণ তথ্যপ্রমাণের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে তিনটি মামলারই তদন্তকাজ শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেছে। সদর মডেল থানা পুলিশের সেবাদান কার্যক্রম গতিশীল করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর