× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মির্জাগঞ্জে ব্রিজ ভেঙে ৭ গ্রামের দুর্ভোগ

বাংলারজমিন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
১৯ জুন ২০২১, শনিবার

উপজেলার চত্রা-চরখালী সড়কে চত্রা খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ধসে পড়েছে। মিশে  গেছে খালের সঙ্গে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার ৭ গ্রামের মানুষ। গতকাল দিবাগত রাতে প্রায় ৩০ বছরের পুরনো এ ব্রিজটি হঠাৎ ভেঙে পড়েছে বলে জানান এলাকাবাসী। স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘ বছর ঝুঁকিপূর্ণ ছিল। টানা বৃষ্টিতে নরম হয়ে ভেঙে পড়েছে। ভেঙে পড়ার কারণে উপজেলা সদরে আসতে বাড়তি প্রায় ৩-৪  কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে। এতে সময় এবং অর্থ- দুটোই অপচয় হচ্ছে।
যানবাহন ঢুকতে না পারায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকসহ খেটে খাওয়া মানুষ।
তারা আরও জানান, উপজেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই সড়কটি ব্যবহার করেন উত্তর চত্রা, দক্ষিণ চত্রাসহ গ্রামের কয়েক হাজার মানুষ। তাই অল্প সময়ের মধ্যে আমরা একটা নতুন ব্রিজের দাবি জানাই। উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ বলেন, ওই স্থানে ব্রিজ নির্মাণের জন্য মাটি পরীক্ষাসহ আনুষঙ্গিক সবকিছু সম্পন্ন হয়েছে। দরপত্র আহ্বান করে শিগগিরই নতুন ব্রিজ নির্মাণ করা হবে। উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী জানান, স্থানীয়দের চলাচলের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙা ওই ব্রিজটিসহ উপজেলায় ৪৫০টি ব্রিজ  আছে। এসব ব্রিজ ভেঙে নতুন করে যাতে দ্রুত ব্রিজ নির্মাণ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অতিবাহিত করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর