× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বড়লেখায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলারজমিন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
১৯ জুন ২০২১, শনিবার

মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ। আদালত সূত্র জানায়, করোনার সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে বৃহসপতিবার বিকালে বড়লেখা পৌর শহরে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং বাইরে অবস্থান করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার সকালে তিনি বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর