× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

তিনদিন পিছিয়ে চার ভেন্যুতে লীগ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ জুন ২০২১, রবিবার

২২শে জুন পুনরায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। বিশ্বকাপ বাছাই পর্ব শেষে সেল্‌ফ কোয়ারেন্টিনে আছেন জাতীয় দলের ফুটবলাররা। বিরতির পর প্রথম ম্যাচ থেকে জাতীয় দলের ফুটবলারদের পেতে লীগ পেছানোর আবেদন করে বেশ কয়েকটি ক্লাব। তাদের আবেদনের প্রেক্ষিতে তিনদিন পিছিয়ে ২৫শে জুন শুরু হচ্ছে লীগ। গতকাল ভার্চ্যুয়াল সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। করোনার কারণে এক ভেন্যুতে দ্বিতীয় লেগ শুরু হলেও এবার চার ভেন্যুতে চলবে লীগ। উত্তর বারিধারা তাদের ভেন্যু টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামের ব্যাপারে আজ-কালের মধ্যে নিশ্চয়তা দেবে বাফুফে’কে। আরামবাগের হোম ভেন্যু মুন্সীগঞ্জ স্টেডিয়াম, বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের ভেন্যু প্রস্তুত রয়েছে।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগের চার রাউন্ডের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে করোনার জন্য। এখন করোনা মহামারির প্রকোপ বাড়লেও বাফুফের লীগ কমিটি এখন ঢাকার বাইরে খেলা নিচ্ছে। করোনার চোখ রাঙানি থাকলেও আবহাওয়ার জন্য ক্লাবগুলো এই সিদ্ধান্ত মেনে নিয়েছে জানিয়ে সালাম মুর্শেদী বলেন, ‘ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে এক ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে এত খেলা সম্ভব না। তাই ক্লাবগুলো ঢাকার পাশে ভেন্যুগুলোতে গিয়ে খেলতে রাজি হয়েছে।’ বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১৬তম রাউন্ড শেষ। ক্লাবগুলো মাত্র অংশগ্রহণ ফি পেয়েছে ৩ লাখ করে। গতকাল কমিটির ভার্চ্যুয়াল সভায় আরামবাগ ক্লাব লীগের অংশগ্রহণ ফি প্রদানের জন্য বাফুফের কাছে জোর দাবি জানিয়েছে। বরাবরের মতো লীগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী আশ্বাস দিয়েছেন দ্রুততর সময়ে তা পরিশোধ করার। সবকিছু ঠিক থাকলে বিরতি শেষে প্রথমদিনেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে ১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্র’তে ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৯ জয় ১ হার ও ৫ ড্র’তে ৩২ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে আছে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর