× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করে যাচ্ছে সরকার’

বাংলারজমিন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
২০ জুন ২০২১, রবিবার

রেলপথ মন্ত্রী এডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেন, করোনা ও প্রাকৃতিক দুর্যোগসহ সকল প্রকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিকভাবে সহায়তা করে যাচ্ছে সরকার। গরিব-দুখি মানুষের মুখে হাসি ফোটাতে সব সময় তাদের পাশে  রয়েছে সরকার। এ জন্য গৃহহীনদের গৃহ প্রদান করে তাদের নিরাপদ আশ্রয়েরও ব্যবস্থা করা হচ্ছে। গতকাল দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মন্ত্রীর স্বেচ্ছাধীন মঞ্জুরি তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা বক্তব্য রাখেন। সভায় মন্ত্রী তার স্বেচ্ছাধীন মঞ্জুরি তহবিল থেকে উপজেলার ১০৫ জন গরিব অসহায় মানুষের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৫ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এর আগে সকালে  মন্ত্রী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৮৬ জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে মন্ত্রীর স্বেচ্ছাধীন মঞ্জুরি তহবিল থেকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৪ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন। এবং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর