বিনোদন
নতুন বিজ্ঞাপনে জয়া আহসান
অনলাইন ডেস্ক
২০২১-০৬-২০
দুই দেশে সমান জনপ্রিয় জয়া আহসান। অনেকদিন পর নতুন বিজ্ঞাপনের শুটিংয়ে দেশে কাজ শুরু করলেন। গতকাল থেকেই দেশীয় এ বিজ্ঞাপনের শুটিং করছেন জয়া আহসান। রাজধানীর বনশ্রীতে নাইন এন্ড অ্যা হাফ স্টুডিওতে আজ শেষ হবে এটির শুটিং, এমনটাই জানিয়েছেন বিজ্ঞাপনটির নির্মাতা আদনান আল রাজীব।
নির্মাতা জানান, প্রোডাক্টের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। ক্যাম্পেইন শুরু করার আগে ইউনিট্রেন্ড এজেন্সি থেকে বিস্তারিত জানিয়ে দেয়া হবে। শিগগিরই এটি প্রচারে আসবে।
জানা যায়, গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে খুবই সুন্দর করে সেট বানানো হয়েছে। আর্ট ডিরেকশনে ছিলেন শহিদুল এবং ক্যামেরায় কামরুল হাসান খসরু। শুটিং শেষে মুম্বাইয়ের গ্রেড এন্ড মিউজিকে এটির পোস্ট প্রোডাকশন হবে।