× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

হারের দায় নিলেন পর্তুগাল কোচ

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২১, সোমবার

ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। গোছানো আক্রমণে ক্রিস্টিয়ানো রোনালদোর লক্ষ্যভেদ দারুণ কিছুরই আভাস দিচ্ছিল। কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নেয়নি জার্মানি। ক্ষুরধার আক্রমণে পর্তুগিজদের বিপক্ষে টানা ২১ বছর জয়ের ধারাবাহিকতা ধরে রাখে তারা। জার্মানদের বিপক্ষে ২০০০ সালে শেষ জয় পায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে একটা গোল পেলে ৪-২ গোলের ব্যবধানে হারে রোনালদো-ফার্নান্দেজরা। আসরে অন্যতম ফেভারিট হয়েও দলের এমন হারে খেলোয়াড়দের দোষ দেখছেন না ফার্নান্দো সান্তোস; বরং নিজের পরিকল্পনাতেই ত্রুটি ছিল বলে জানালেন পর্তুগাল কোচ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই ম্যাচে মাঝমাঠে আমরা কৌশলে একটু পরিবর্তন এনেছিলাম।
আমরা মাঝ মাঠে ওদের খেলোয়াড়দের চাপ দিতে চেয়েছি। চেয়েছিলাম আমাদের ফুল-ব্যাকরা ওপরে উঠে আক্রমণে সাহায্য করুক। এটা পরিষ্কার যে মাঝমাঠে একজন খেলোয়াড়ের অভাব ছিল আমাদের। এটা আসলে আমার কৌশল ছিল। সবকিছুর জন্য আমিই দায়ী।’ সান্তোস বলেন, ‘প্রথমার্ধে ওরা শুধু দুটি ফাউলের শিকার হয়েছে। আমরা যদি ওদের থামাতে না পারি, বলে পজেশন নিয়ে যদি আমরা সমস্যায় থাকি তাহলে তো ভুগতেই হবে।

আমার খেলোয়াড়দের ডান পাশটা কভার করতে হতো। আমি আমার ছেলেদের দোষ দিতে চাই না।’
২ ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পর্তুগাল। এক জয়, এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। পর্তুগালের সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে অবস্থান জার্মানির। সব মিলিয়ে শেষ ষোলোতে পৌঁছানোর সমীকরণটা কঠিন হয়ে গেলো পর্তুগালের। সান্তোস বলেন, ‘আমরা পরের রাউন্ডে যেতে পারব কী না সেটা আমাদের হাতেই। ফ্রান্সের বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে আমাদের।’
আগামী ২৪শে জুন রাত ১টায় বুদাপেস্টে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর