বাংলারজমিন

কমলগঞ্জ পৌরসভার করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

২০২১-০৬-২৩

করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সাবান, হ্যান্ড স্যানিটাইজার স্প্রে, মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় পৌরসভা কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিতরণের জন্য কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের নিকট ১২৫টি করে সাবান, ১৫টি হ্যান্ড স্যানিটাইজার স্প্রে, ২৫০টি করে সার্জিক্যাল ফেস মাস্ক বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ বেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এম এইচ ইমরান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল, মো. ছাদ আলী, মো. রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, আহাদুর রহমান বুলু, বখতিয়ার খান, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হামিম মাহমুদ প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status