বাংলারজমিন

শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২০২১-০৬-২৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে হাজারের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। শাহজাদপুর উপজেলার পাড়কোলা বাজার, বিসিক বাসস্ট্যান্ড, দিলরুবা বাসস্ট্যান্ড ও বাঘাবাড়ী উত্তর পাড়ের তেল ডিপো সংলগ্ন বাজারের অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ গুহের নেতৃত্বে চলা অভিযানে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দু’পাশের দোকান- পাট ও অন্যান্য যা ছিল সবই গুঁড়িয়ে দেয়া হয়েছে। যার মধ্যে ছিল, পাকা- আধাপাকা ও কাঁচা স্থাপনা। উচ্ছেদ অভিযানে শাহজাদপুর থানা পুলিশ সহায়তা করে। দীর্ঘদিন ধরে এলাকায় এক শ্রেণির প্রভাবশালী মানুষ এসকল স্থাপনা দখল করে বিশাল বিশাল মার্কেট তৈরি করেছিল। সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্র্রেট অনিন্দ গুহ জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের জায়গা দখল করেছিল এখান দিয়ে মহাসড়ক করা হবে। এজন্য উচ্ছেদ অভিযান চলছে। সড়ক ও জনপথ বিভাগের সাব-ডিভিশনাল ইনঞ্জিয়ার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়কের প্রশস্ততা বাড়াতেই এ অভিযান চলছে। অন্যান্য স্থানেও  একইভাবে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status