× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বর্ণবাদের শিকার কিউইরা, বের করে দেয়া হলো দুই দর্শককে

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২১, বুধবার

বর্ণবৈষম্যমূলক আচরণের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে বের করে দেয়া হয় দুই দর্শককে। পঞ্চম দিনের খেলায় নিউজিল্যান্ডের খেলোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করে তারা।
জনৈক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, গ্যালারি থেকে দুই দর্শক বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করছেন নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উদ্দেশ্যে। বিশেষ করে আক্রমণ করা হয় রস টেলরকে।
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। নজরে আসে আইসিসিরও। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তিদের চিহ্নিত করে মাঠ থেকে বার করে দেওয়া হয়।  
যে ব্যক্তি বর্ণবৈষম্যের ঘটনাটি সামনে আনেন তিনি অবশ্য মাঠে উপস্থিত ছিলেন না। সম্প্রচার দেখে ঘটনাটি নজরে আসে তার। তিনি লেখেন, ‘মাঠের দর্শকদের ব্যবহার কেউ লক্ষ্য করছে? নিউজিল্যান্ড দলের উদ্দেশে কটূক্তি করছে এক দর্শক।
টেলরের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্যও করা হচ্ছে।’
বৃষ্টির কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের পুরো দুই দিন (প্রথম দিন ও চতুর্থ দিন) বল মাঠে গড়ায়নি। ফলে ম্যাচটি যে রিজার্ভ ডে-তে গড়াচ্ছে তা মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই। আজ বুধবার ষষ্ঠ দিনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটির ফলাফল নির্ধারিত হবে।
মঙ্গলবার পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে ভারত। ফলে বুধবার সকালে ৩২ রানের লিড নিয়ে ব্যাট করতে নামবে বিরাট কোহলির দল। ১২ রান নিয়ে চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক কোহলি ৮ রানে অপরাজিত আছেন।
আজকে মোট ৯৮ ওভার খেলা হওয়ার কথা রয়েছে। তবুও যদি ফল না পাওয়া যায় তাহলে ম্যাচটি ড্র হবে। আর উভয় দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর