× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

শেষ আটের লক্ষ্যে চিলি জয়ের খোঁজে উরুগুয়ে

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২১, বৃহস্পতিবার

কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে তিনটি ম্যাচ খেলেছে শুধুমাত্র আর্জেন্টিনা-চিলি। বাকি তিন দলই দু’টি করে ম্যাচ খেলেছে। এরইমধ্যে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ আটে পৌঁছানোর লক্ষ্যে এবার চিলি নামবে প্যারাগুয়ের বিপক্ষে। আজ রাত ৩টায় অ্যারেনা প্যানটানালে মাঠে শুরু হবে ম্যাচটি। ব্রাসিলিয়ায় প্রথম জয়ের লক্ষ্যে নামবে উরুগুয়ে-বলিভিয়া। আগামীকাল সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের সঙ্গে ড্র, দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জয়, তৃতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে আবার ড্র করে চিলি।
৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে চিলির অবস্থান দুইয়ে। প্যারাগুয়ের বিপক্ষে জিতলেই শেষ আট নিশ্চিত হবে ভিদাল-ভারগাসদের।
বলিভিয়াকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজিত হয় প্যারাগুয়ে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তিনে।
শক্তি-সামর্থ্যে প্যারাগুয়ের চেয়ে এগিয়ে চিলি। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে চিলির অবস্থান। ১৮ ধাপ পিছিয়ে ৩৫ নম্বরে প্যারাগুয়ে। সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে চিলি। আন্তর্জাতিক ফুটবলে শেষ ৬ ম্যাচের দু’টিতে জয়, বাকি ৪টি ড্র করে চিলি। অপরদিকে এক জয়ের বিপরীতে তিন ড্রয়ের সঙ্গে প্যারাগুয়ের রয়েছে দু’টি হার।
তবে মুখোমুখি পরিসংখ্যানে দু’দল সমানে সমান। ২৭টি জয় দু’দলেরই। ৯ ম্যাচ ড্র।
অ্যালেক্সিস সানচেজ থাকলে চিলির আক্রমণভাগটা আরেকটু শক্তিশালী হতো। আসর শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান দলটির আক্রমণভাগের সেরা তারকা। তবে এদুয়ার্দো ভারগাসের নেতৃত্বে চিলির আক্রমণ ভাগও কম নয়। তিন ম্যাচে দু’টি গোল করেন ভারগাস।
চলতি কোপা আমেরিকায় এখনও জয়ের দেখা পায়নি আসরের সর্বাধিক ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। আর্জেন্টিনার সঙ্গে সমান তালে লড়াই করেও কুলিয়ে উঠতে পারেননি কাভানি-সুয়ারেজরা। লিওনেল মেসির দলের কাছে ১-০ গোলে হার দেখে উরুগুয়ে। গ্রুপের আরেক শক্তিশালী দল চিলির বিপক্ষেও হারতে বসেছিল তারা। শেষ অংশে লুইস সুয়ারেজের গোলে পয়েন্টে ভাগ বসায় উরুগুয়ে। ১ পয়েন্ট নিয়ে চারে অবস্থান তাদের। প্রতিপক্ষ হিসেবে এখনও পয়েন্ট না পাওয়া বলিভিয়াকে সামনে পাচ্ছে উরুগুয়ে। দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দলটির। ধারে-ভারে বলিভিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে উরুগুয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ে দল দু’টির
অবস্থান দেখলেই শক্তি-সামর্থ্যের বিস্তর ফারাকটা আঁচ করা যায়। উরুগুয়ের অষ্টম স্থানের বিপরীতে ৭১ ধাপ পিছিয়ে বলিভিয়ার অবস্থান ৭৮-এ।
হেড টু হেড পরিসংখ্যানেও উরুগুয়ের দাপট। সর্বমোট ৪৩ দেখায় ২৯ জয় উরুগুয়ের। বিপরীতে ৭টি ম্যাচে সাফল্য পায় বলিভিয়া। সর্বশেষ দেখা ২০১৭ সালে। সেই প্রীতি ম্যাচে ৪-২ গোলে বলিভিয়াকে হারায় উরুগুয়ে। সাম্প্রতিক পারফরম্যান্সের পরিসংখ্যানে দুই দলের অবস্থাই খারাপ। শেষ পাঁচ ম্যাচে এক জয়ের বিপরীতে তিন হার ও এক ড্র বলিভিয়ার। বিপরীতে কোনো ম্যাচেই জয় পায়নি উরুগুয়ে। পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে সুয়ারেজ-কাভানিরা। বাকি দুই ম্যাচ ড্র।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর