× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশ সীমান্তে আটক চীনা নাগরিক বড় ষড়যন্ত্রে যুক্ত বলে সন্দেহ ভারতের

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) জুন ২৪, ২০২১, বৃহস্পতিবার, ৪:২৯ অপরাহ্ন

সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করার সময় হান জুনওয়েই নামের এক চীনা নাগরিককে গ্রেপ্তার করে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফ। এখন বিএসএফ ধারণা করছে, আর্থিক কারণ নয় বরঞ্চ এই চীনা নাগরিক ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা বিনষ্টেই অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল। ৩৬ বছর বয়সি হানকে গত ১০ জুন গ্রেপ্তার করা হয়। তার থেকে জানা যায় যে, তিনি মূলত ব্যবসায়ি। এর আগেও একাধিকবার তিনি ভারতে গিয়েছিলেন, তবে সেটি শুধুমাত্র ব্যবসা ও বাজার পরীক্ষার জন্য। তবে বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, হান নিরাপত্তা ইস্যুতেও যুক্ত ছিল বলে সন্দেহ করছেন তারা।

বিএসএফ-এর ডিআইজি এসএস গুলেরিয়া (দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ার) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, হানকে গ্রেপ্তারের তিন দিন পর আমরা তার কাছ থেকে তেলেঙ্গানার একটি আইডি কার্ড, আধার কার্ড, একটি ব্যাংক একাউন্টের বিস্তারিত এবং এটিএম কার্ড উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, ভারতে মূলত ব্যবসায়িক কারণেই তিনি আসতেন।
আমরা সন্দেহ করেছিলাম যে, তিনি হয়ত সাইবার অপরাধের সঙ্গে যুক্ত। কিন্তু এখন মনে হচ্ছে, তিনি আসলে রাষ্ট্রীয় নিরাপত্তা ইস্যুর সঙ্গেও যুক্ত। তার থেকে একটি ল্যাপটপ ও দুটি আইফোন উদ্ধার করা হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স হানকে জিজ্ঞাসাবাদ করছে। কর্মকর্তারা তার ল্যাপটপের পাসওয়ার্ড ক্রাক করতে সক্ষম হয়েছেন। পুলিশের ধারণা, হান ভারতীয় নাগরিকদের ব্যাক্তিগত তথ্য শেয়ার করতেন। এটি পরে সাইবার অপরাধ থেকে শুরু করে ভারত সরকারের বিরুদ্ধেও কাজে লাগানো হতো। গ্রেপ্তারের সময় তার কাছে যে পাসপোর্ট পাওয়া গেছে সেটি নতুন এবং তাতে শুধু বাংলাদেশের ভিসার স্টাম্প রয়েছে। পশ্চিমবঙ্গে জিজ্ঞাসাবাদ শেষে তাকে লখনউ এন্টি-টেরোরিস্ট স্কোয়াডের কাছে হস্তান্তর করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর