× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আগস্টে ‘চিরঞ্জীব মুজিব’

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৫ জুন ২০২১, শুক্রবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম। এর চিত্রনাট্য লেখার পাশাপাশি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন জুয়েল মাহমুদ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত চলচ্চিত্রটি আগামী আগস্টে মুক্তি পাবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বাক্ষরের মাধ্যমে চলচ্চিত্রটির ৩টি পোস্টার উদ্বোধন করেন। এ সময় চলচ্চিত্রটির পরিচালক এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন-আহমেদ রুবেল, পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, এস এম মহসীন (প্রয়াত), দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, সেলিম আহমেদ (প্রয়াত), জুয়েল মাহমুদ প্রমুখ। সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় আছেন আহমেদ রুবেল।
পূর্ণিমাকে দেখা যাবে বঙ্গমাতা চরিত্রে। পরিচালক জুয়েল মাহমুদ বলেন, সিনেমার শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সিনেমাটি দেখেছেন। আমরা পোস্টার, বিলবোর্ডসহ বিভিন্নভাবে প্রচারণার প্রস্তুতি নিচ্ছি। এর আগে এই পরিচালক বলেছিলেন, সিনেমাটি নিয়ে গবেষণা, প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে ২০১৭ থেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর