× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মির্জাপুরে ৯ ওয়ার্ডে জ্বলবে ১১২টি সৌর বিদ্যুতের লাইট

বাংলারজমিন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৫ জুন ২০২১, শুক্রবার

টাঙ্গাইলের মির্জাপুরে জলবায়ু পরিবর্তন ফান্ডের অর্থায়নে পৌরসভার ৯টি ওয়ার্ডে সৌর বিদ্যুৎ প্যানেলের মাধ্যমে ১১২টি লাইট স্থাপন করা হচ্ছে। গতকাল মির্জাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পুষ্টকামুড়ী চরপাড়া জামে মসজিদের সামনের রাস্তায় সৌর বিদ্যুৎচালিত লাইট স্থাপনের উদ্বোধন করেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর আবদুল জলিল খান, আলী আজম সিদ্দিকী, শামীম খান, তাপস সাহা, দুলাল মিঞা, আনোয়ার হোসেন, সুমন হক, আফসানা আক্তার। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, পৌর ছাত্রলীগের সভাপতি আবু বক্কর সিকদার, যুবলীগ সদস্য সুজন খান প্রমুখ।
সহকারী প্রকৌশলী মনজুর হোসেন ও উপসহকারী প্রকৌশলী বাবুল হোসেন বলেন, গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে মির্জাপুর পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন প্রকল্পের অধীনে এই ল্যাম্পপোস্টগুলো স্থাপন করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে দেড় কোটি টাকা। মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার বলেন, মির্জাপুর পৌরসভাকে একটি সর্বাধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করছি। সামনের দিনগুলোতে এই চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে বিভিন্ন রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য খাতে তেইশ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর