× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

মানিকগঞ্জে লকডাউন মানছে না মানুষ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৫ জুন ২০২১, শুক্রবার

মানিকগঞ্জে লকডাউন মানাতে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে বসানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতকিছুর মধ্যেও মানুষকে থামানো যাচ্ছে না। শহরের অলিগলি থেকে শুরু করে ফেরিঘাট ও মহাসড়ক দিয়ে অবাধে চলাচল করছে মানুষজন। বেশির ভাগ মানুষই মাস্ক পরছে না। ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেটকার, মাইক্রোবাস, রিকশা, পিকআপ ভ্যান ও ইজিবাইকে করে মানুষ ভেঙে ভেঙে দূরযাত্রায় রওনা হচ্ছেন। পুলিশের তল্লাশির মুখে পড়লেও নানান অজুহাত দেখাচ্ছে যাত্রীরা। বেশকিছু প্রাইভেটকারকে জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে পণ্যবাহী ট্রাকে চড়েও মানুষজন ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে দক্ষিণের জেলাগুলোতে যেতে দেখা গেছে। বিভিন্ন পন্থায় মানুষজন পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছাচ্ছে। পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিষেবার গাড়ি পারাপারের জন্য ফেরি সার্ভিস খোলা থাকায় এই সুযোগে মানুষজনও পারাপার হচ্ছে। ফেরি কর্তৃপক্ষ বলছেন, জরুরি পরিষেবা ও পণ্যবোঝাই ট্রাক পারাপারের জন্য তাদের ১৫টি ফেরিই চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা কঠোর লকডাউন পালনে সচেষ্ট রয়েছেন। জরুরি পরিষেবা ও পণ্যবাহী ট্রাক ছাড়া কোনো ধরনের যানবাহন যেন চলাচল করতে না পারে সেজন্য তাদের অভিযান জোরদার রয়েছে।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। সব মিলিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪৬১ জন। আর মোট মারা গেছেন ৪৯ জন। গত দুইদিনে ৯ শতাংশ থেকে বেড়ে সংক্রমণ হয়েছে সাড়ে ১২ শতাংশ।

 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর