× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত নই -সাবেরী আলম

বিনোদন

মাজহারুল তামিম
২৫ জুন ২০২১, শুক্রবার

বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন গুণী অভিনেত্রী সাবেরী আলম। রুবেল হাসান, বিইউ শুভ ও ভিকি জাহেদের পরিচালনায় খন্ড নাটকের কাজ শেষ করেছেন। অনেক নাটকের কাজ চলছে। করোনায় যে সেই ক্ষতি হয়েছে সেটা কি পুষিয়ে যাবে? কী মনে হচ্ছে? সাবেরী আলম বলেন, করোনার কারেনে অন্যান্য সেক্টর যতটা ক্ষতিগ্রস্ত  হয়েছে, আমাদেরটা (নাটক) সেভাবে হয়নি সম্ভবত। দেখলেই বুঝবেন সবাই অত্যন্ত ব্যস্ত। হয়তো রোজার ঈদের আগে কয়েকজন লম্বা বিরতি নিয়েছিলেন। কোরবানীর ঈদকে সামনে রেখে যেহেতু সবাই কাজ করছেন সেহেতু তেমন কোনো সমস্যা হবে না। অনেকেই অভিযোগ করেন এখনকার নাটক নাকি সিন্ডিকেটের দখলে।
নাটকে কী আসলেই সিন্ডিকেটের কোনো সম্পৃক্ততা আছে? উত্তরে সাবেরী আলম বলেন, আমি আসলে সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত নই। তাই তেমন কিছু বলতে পারছি এ ব্যাপারে। এদিকে আগামী মাসে ৯ই জুলাই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় সাবেরী আলম অভিনীত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ মুক্তি পেতে যাচ্ছে। এ ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, কাজটা খুব ভালো হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকী খুব গুছিয়ে কাজ করেন। অভিজ্ঞতা যথেষ্ট ভালো। সবচেয়ে বড় কথা হলো সরয়ার জানেন কি করা উচিত। এটা শিল্পীদের জন্য প্লাস পয়েন্ট। পরিচালক যখন দ্বিধাদ্বন্দে থাকেন তখন সঠিক জিনিসটা ডেলিভার করাটা কঠিন হয়ে যায়। সরয়ার তার জায়গায় আত্মবিশ্বাসী থাকায় খুব সহজে কাজটা হয়েছে। শুধু নাটক নয় সিনেমার কাজ নিয়েও সাবেরী আলম ব্যস্ত থাকেন। সবশেষ তিনি পরিচালক ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায়  ‘হৃদিতা’ সিনেমার শুটিং করেন। এর আগে, অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর