অনলাইন
হৃদয়ের কালিতে লিখে দিন না আপনার সেই চিঠি
২০২১-০৬-২৫
বিশ্ববিখ্যাত মানুষ থেকে সাধারণ মানুষ। প্রিয়জনের কাছে চিঠি লেখেননি এমন ঘটনা বিরল। যদিও আজকের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ই-মেইলের যুগে চিঠি অনেক আগেই বিদায় নিয়েছে। তবুও হৃদয়ের আর্তি বোঝানোর জন্য চিঠির বিকল্প কি হতে পারে?
মানবজমিন অনলাইন আপনার সে চিঠি প্রকাশের উদ্যোগ নিয়েছে। হাতের লেখা কপি বা টাইপ করা, যেভাবেই হোক না কেন তা পাঠাতে পারেন। শুধু একটাই অনুরোধ, কাউকে অযথা আঘাত করবেন না। সপ্তাহে দুটো চিঠি প্রকাশিত হবে। তবে অবশ্যই ২০০ শব্দের মধ্যে হতে হবে। কেউ যদি নাম না দিতে চান তাতেও কোনো অসুবিধা নেই। সে বুঝলেইতো হলো! তাই আর দেরি কেন?
হৃদয়ের কালিতে লিখে দিন না আপনার সেই চিঠি। যে চিঠি আপনাকে এখনও আলোড়িত করে, কাঁদায়।
সেরা চিঠির লেখককে পুরস্কৃত করা হবে।
চিঠি পাঠানোর ঠিকানা- [email protected]