× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পঙ্গু ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ নেয়ার অভিযোগ

বাংলারজমিন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
২৫ জুন ২০২১, শুক্রবার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ফাতেমা আক্তারের বিরুদ্ধে এক পঙ্গু প্রতিবন্ধীকে কার্ড করে দেয়ার নামে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কৈয়ারচালা গ্রামের  মৃত আ: ছাত্তার পুত্র মো. রুস্তম আলী গত ১৭ জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কৈয়ারচালা গ্রামের একজন হতদরিদ্র, অস্বচ্ছল, বৃদ্ধ ও পঙ্গু ভিক্ষুক রুস্তম আলী। বয়সের ভারে নুয়ে পড়া ওই বৃদ্ধ বাকতা ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা ফাতেমা খাতুনের সাথে কথা বলেন। তিনি জানান, চাচা আপনি তো ভাতা পাবার যোগ্য কিন্তু ভাতা পান না কেন? তিনি (বৃদ্ধ) বলেন, কেডা করে দিবো আমারে ভাতার কার্ড। চাচা আমি ভাতার কার্ড করে দিবো, কিন্তু কিছু খরচ হবে? সেটা ৮ হাজার টাকা কম হলে হবে না? যেহেতু শতভাগ নিশ্চিত কার্ড হবে সেহেতু আমি সরল বিশ্বাসে ভিক্ষাবৃত্তির ৮ হাজার টাকা ও আইডি কার্ডের ফটোকপির সাথে আরও ৩শ টাকা ফাতেমা খাতুনকে দেই। কিন্তু ৫ মাস যাবত কার্ড না করে দিয়ে টালবাহানা শুরু করে। কার্ড না দিলে, টাকা দেওয়ার জন্য স্থানীয়দের বলি, ফাতেমা খাতুনকে বললে সাফ জানিয়ে দেয় আমাকে সে চিনে না। গরিব ও অসহায় মানুষ হিসাবে তার টাকা উদ্ধারে সহায়তার জন্য আবেদন করেছেন।
আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৌঁছালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কে নির্দেশ দেন।
এ ব্যাপারে বাকতা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন বলেন, কয়েকটি অভিযোগের কারণে তাকে ও তার সহকারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এখন ভারপ্রাপ্ত উদ্যোক্তা দিয়ে আপাতত পরিষদের কার্যক্রম চলছে। আমার কাছে অভিযোগটি পৌঁছায়নি, পেলে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর