× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যাংককে চিকিৎসা নিচ্ছেন নূরে আলম সিদ্দিকী

অনলাইন

স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) জুন ২৫, ২০২১, শুক্রবার, ১:০০ অপরাহ্ন

নূরে আলম সিদ্দিকী। মুক্তিযুদ্ধের বীর সেনা। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা। বঙ্গবন্ধুর চার খলিফার অন্যতম। বর্তমানে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক।

রাজনীতির মঞ্চ বা টেলিভিশনের পর্দায় সরব মুখ। পত্রিকার কলামে সাফ কথা তুলে ধরেন। কোভিডের শুরু থেকেই দেখা গেছে জুমে কথা বলতে।
বিভিন্ন টকশোতে অংশ নিতে। সাম্প্রতিক ইস্যু নিয়ে তীর্যক মন্তব্য করতে। কিন্তু বেশ কিছুদিন একেবারেই অন্তরালে এক সময়ের সরব এই মানুষটি।

কেমন আছেন স্বাধীনতার অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী? মানবজমিন খোঁজ নিতে তার পরিবার ও সহকারীদের সঙ্গে কথা বলে।

লম্বা সময় তিনি দেশে নেই। নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। মার্চ থেকেই সমস্যাগুলো বাড়তে থাকে। এপ্রিলের প্রথম সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি ঘটে। দেশে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর ৮ই এপ্রিল চার্টার্ড বিমানে নূরে আলম সিদ্দিকীকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ব্যাংককে। সেখানেই দু মাসের বেশি সময় ধরে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও রয়েছেন। তিনি বর্তমানে অনেকটাই সুস্থ আছেন।

তারা জানিয়েছেন, তিনি হার্ট এবং ফুসফুস জনিত জটিলতায় ভুগছিলেন। ফুসফুসে সংক্রমণ ছিল। বর্তমানে সে অবস্থার উন্নতি হয়েছে। এ মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর